রাজ্যের সমস্ত কর্মপ্রার্থীদের জন্য সুখবর! নর্দার্ন কোলফিল্ডস লিমিটেডের পক্ষ থেকে সম্প্রতি একটি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গ সহ সারা দেশ থেকে ছেলে ও মেয়ে সবাই এখানে আবেদন করতে পারবেন।
এখানে বিনামূল্যে এক বছরের প্রশিক্ষন দেওয়া হবে। প্রশিক্ষন চলাকালীন ছাত্রছাত্রীরা স্টাইপেন্ড পাবেন প্রতিমাসে। যার ফর্ম ফিলাপ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। চলুন সমস্ত তথ্য বিস্তারিত জেনে নিই।
গুরুত্বপূর্ণ তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ২০ই ফেব্রুয়ারি ২০২৫ |
আবেদন শুরুর তারিখ | ২৪শে ফেব্রুয়ারি ২০২৫ |
আবেদনের শেষ তারিখ | জানানো হয়নি |
পদের নাম
এখানে ৩টি আলাদা আলাদা ট্রেডে মোট ১৭৬৫টি শুন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে। নীচের ছকে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
গ্রাজুয়েশন স্ট্রিম
পদের নাম | শুন্যপদ |
ব্যাচেলর অফ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং | ৭৩ টি |
ব্যাচেলর অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং | ৭৭ টি |
ব্যাচেলর অফ কম্পিউটার সায়েন্স | ০২ টি |
ব্যাচেলর অফ মাইনিং ইঞ্জিনিয়ারিং | ৭৫ টি |
ডিপ্লোমা কোর্স
পদের নাম | শুন্যপদ |
ব্যাক অফিস ম্যানেজমেন্ট (ফাইন্যান্স ও একাউন্টস) | ৪০ টি |
ডিপ্লোমা ইন মাইনিং ইঞ্জিনিয়ারিং | ১২৫ টি |
ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং | ১৩৬ টি |
ডিপ্লোমা ইন ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং | ১৩৬ টি |
ডিপ্লোমা ইন ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং | ০২ টি |
ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং | ৭৮ টি |
ডিপ্লোমা ইন মডার্ন অফিস ও সেক্রেটারিয়াল প্রাক্টিসেস | ৮০ টি |
আই.টি.আই ট্রেডস
পদের নাম | শুন্যপদ |
ITI ইলেক্ট্রিশিয়ান | ৩১৯ টি |
ITI ফিটার | ৪৫৫ টি |
ITI ওয়েল্ডার | ১২৪ টি |
ITI টার্নার | ৩৩ টি |
ITI মেশিনিস্ট | ০৬ টি |
ITI ইলেক্ট্রিসিয়ান (Auto) | ০৪ টি |
মাসিক স্টাইপেন্ড
গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস | প্রতিমাসে ৯০০০/- টাকা |
ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস | প্রতিমাসে ৮০০০/- টাকা |
ট্রেড অ্যাপ্রেন্টিস | এক বছর মেয়াদের প্রশিক্ষনের ক্ষেত্রে প্রতিমাসে ৭৭০০/- টাকা। ০২ এক বছর মেয়াদের প্রশিক্ষনের ক্ষেত্রে ৮০৫০/- টাকা প্রতিমাসে। |
আবেদনের যোগ্যতা
স্ট্রিম অনুযায়ী বিভিন্ন পদের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। যেমন- গ্রাজুয়েশন স্ট্রিমের ক্ষেত্রে, যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক পাস যোগ্যতা। অথবা ডিপ্লোমা পাস যোগ্যতা চাওয়া হয়েছে ডিপ্লোমা কোর্স পদগুলির জন্য। নুন্যতম মাধ্যমিক পাস ও ITI পাস যোগ্যতায় আবেদন জানাতে পারবে ITI ট্রেডস গুলিতে।
নিয়োগ পদ্ধতি
এখানে কোনপ্রকার লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ নেওয়া হবেনা। শিক্ষাগত যোগ্যতায় পাওয়া নম্বরের ভিত্তিতে একটি মেরিট লিস্ট প্রস্তুত করা হবে। এরপরে, আবেদনকারীদের অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে চূড়ান্ত প্রার্থীদের বাছাই করা হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী চাকরি প্রার্থীরা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারবেন। সর্বপ্রথম, সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে www.nclcil.in প্রকাশিত বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালোভাবে পড়ে নিন।
এরপরে, আবেদনকারীর সমস্ত তথ্য যেমন- নাম, ঠিকানা, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতার বিবরন দিয়ে ফর্ম ফিলাপ সম্পূর্ণ করুন। পাসপোর্ট সাইজ ফোটো ও স্বাক্ষর এবং অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করে দিন।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
আবেদনের লিঙ্ক | Click Here |
অফিশিয়াল নোটিশ | Download Pdf |
Hamen jaldi khud Aadhar card actor Chakri