Oppo A3 Pro 5G এই দুর্দান্ত ফোনটি কবে লঞ্চ হবে? এর ক্যামেরা, ডিসপ্লে কেমন হবে?
Oppo A3 Pro 5G: Oppo সংস্থা বাজারে আনতে চলেছে তাদের নতুন Oppo A3 Pro 5G স্মার্টফোন। তবে Oppo সংস্থার তরফ থেকে অফিসিয়ালি এখনও কোন কিছু জানানো হয়নি। Oppo সংস্থার ‘এ‘ সিরিজের 5G ফোনের সম্ভাব্য ফিচারস সামনে এসেছে। সংশ্লিষ্ট ফোনটির ডিজাইন এবং ফিচারস সম্পর্কিত একাধিক তথ্য প্রকাশে এসেছে।
Oppo সংস্থার Oppo A2 Pro 5G ফোনের সাকসেস মডেল হিসেবে বাজারে আসতে পারে Oppo A3 Pro 5G স্মার্টফোনটি। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে চীনের বাজারে আত্মপ্রকাশ করে Oppo A2 Pro 5G ফোন। তাই মনে করা হচ্ছে যে, এবারও Oppo A3 Pro 5G স্মার্টফোনটি চীনের বাজারেই প্রথম আত্মপ্রকাশ করবে। যদিও তারপরে গ্লোবাল মার্কেট এবং ভারতীয় বাজারে এই ফোনটি লঞ্চ হবে কিনা সেই বিষয়ে এখন স্পষ্টভাবে কোন কিছুই সংশ্লিষ্ট সংস্থার তরফ থেকে জানানো হয়নি।
Oppo A3 Pro 5G স্মার্টফোনের সম্ভাব্য ফিচারস:
ডিসপ্লে (Display):
Oppo A3 Pro 5G স্মার্টফোনে থাকার সম্ভাবনা রয়েছে ৬.৭ ইঞ্চির Slim Bezels সহ ডিসপ্লে। ফোনটিতে থাকতে পারে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটির ডিসপ্লেতে থাকার সম্ভাবনা রয়েছে একটি হোল পাঞ্চ কাট আউট। ডিসপ্লের মাছ বরাবর থাকবে একটি ফ্রন্ট ক্যামেরা সেন্সর।
ক্যামেরা (Camera):
সংশ্লিষ্ট ফোনটিতে থাকার সম্ভাবনা রয়েছে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ। দুটি ক্যামেরা সেন্সর একসঙ্গে একটি ক্যামেরা উইনিটে LED ফ্ল্যাশলাইট সহ থাকার সম্ভাবনা রয়েছে। এটি থাকতে পারে বড় গোলাকার ক্যামেরা মডিউলে। সংশ্লিষ্ট ফোনটির ব্যাকপ্যানেলের মাঝ বরাবর থাকতে পারে এই ক্যামেরা সেটআপ।
আরও পড়ুন: এপ্রিল মাসেই লঞ্চ হতে পারে Realme GT Neo 6 SE, কী কী ফিচার থাকতে পারে এই মোবাইলে?
অন্যান্য (Others):
Oppo A3 Pro 5G স্মার্টফোনটি কার্ভড এবং রাউন্ডেড এজ যুক্ত হতে পারে। সেজন্য গ্রাহকদের ফোনটি হাতে ধরতে সুবিধা হবে। সংশ্লিষ্ট ফোনটির ডান দিকের অংশে থাকতে পারে ভলিউম রকার্স এবং পাওয়ার বাটন। এছাড়াও ফোনটিতে উপলব্ধ থাকবে USB Type C-এর পোর্ট। স্পিকার গ্রিল এবং সিল ট্রে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
সংশ্লিষ্ট ফোনটি সম্পর্কিত এই সমস্ত তথ্য CAD Renders-এর মাধ্যমে সামনে এসেছে। যদিও Oppo সংস্থার তরফ থেকে Oppo A3 Pro 5G স্মার্টফোনটি কবে বাজারে আসবে সে সম্পর্কিত কোনো তথ্য অফিসিয়ালি প্রকাশিত হয় নি।
আরও পড়ুন: প্রধান শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ! বিস্তারিত জেনে নিন