৫,২৮০ শূন্যপদে স্টেট ব্যাংকে নিয়োগ চলছে (State Bank of India Recruitment 2023)

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

State Bank of India Recruitment 2023: বর্তমানে আমাদের দেশ বেকারত্বে ভরপুর। এই সময়ে একজন ডিগ্রীধারী পড়ুয়া চাকরির জন্য সর্বত্র ঘুরে বেড়াচ্ছে। তবে এমন অনেক পড়ুয়ায় রয়েছে যারা চাকরি করার জন্য আগ্রহী। আজকে আমরা এই প্রতিবেদনে দেশের সর্ববৃহৎ ব্যাংকের কর্মী পদে নিয়োগের ব্যাপারে বিস্তারিত জানাবো। চলুন জেনে নেওয়া যাক।

ভারতের সর্ববৃহৎ ব্যাংক অর্থাৎ State Bank of India-এর তরফ থেকে একাধিক ব্যাংকে অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর ভিত্তিতে সংশ্লিষ্ট করে প্রার্থী নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। তাই এপনি যদি এই পদে আবেদনের জন্য ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আর দেরি না করে দ্রুত আবেদন করে ফেলুন। নিম্নে এই পদের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organization)

State Bank of India-এর তরফ থেকে দেশের একাধিক স্থানে সার্কেল বেসড অফিসার (Circle Based Officer) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।

পদের নাম (Name of the Post)

ভারতের সর্ববৃহৎ ব্যাংক অর্থাৎ State Bank of India-এর তরফ থেকে একাধিক ব্যাংকে সার্কেল বেসড অফিসার (Circle Based Officer) পদে কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন শহরে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।

আরও পড়ুন: Atal Pension Yojana: মাসে ৫,০০০ টাকা করে পেনশন পাবেন মাত্র ২১০ টাকা বিনিয়োগ করে!

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

মোট শূন্যপদ (Total Vacancy)

State Bank of India-এর তরফ থেকে সার্কেল বেসড অফিসার (Circle Based Officer)-এর প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। রাজ্যের বিভিন্ন জায়গায় একাধিক শূন্যপদ রয়েছে। ক্যাটাগরি অনুযায়ী শূন্য পদের সংখ্যাও আলাদা রয়েছে। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই সহ দেশের বিভিন্ন জায়গায় কর্মী নিয়োগ করা হবে। প্রত্যেকটি ক্ষেত্রে শূন্য পদের সংখ্যা আলাদা আলাদা রয়েছে। মোট শূন্যপদের সংখ্যা হলো ৫২৮০ টি। এক্ষেত্রে শূন্য পদের ব্যাপারে বিস্তারিত জানতে হলে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ফলো করুন।

বয়সসীমা (Age Limit)

৩১.১০.২০২৩ অনুসারে আবেদনকারী প্রার্থীর বয়সসীমা ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে। কোন ক্যাটাগরির প্রার্থীদের কত বয়স পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে সেই বিষয়ে নিম্নে আলোচনা করা হলো-

ক্রমিক নম্বর ক্যাটাগরির নামবয়সের ছাড়
1SC/ST৫ বছর
2OBC৩ বছর
3PwBD (SC/ ST)১৫ বছর
4PwBD (OBC)১৩ বছর
5– PwBD (Gen/ EWS)১০ বছর
6Ex Servicemen৫ বছর

বেতন (Salary)

স্টেট ব্যাংকের তরফ থেকে সংশ্লিষ্ট অফিসার পদে নিয়োগ করার পর প্রার্থীদের বেসিক পে হিসেবে মাসিক ৩৬,০০০ টাকা বেতন প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া (Application Process)

স্টেট ব্যাংকের অফিসার পদে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। এক্ষেত্রে প্রার্থীরা ২২ নভেম্বর ২০২৩ তারিখ থেকে ১২ ডিসেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। এই নির্দিষ্ট তারিখের পরে কেউ আবেদন করলে সেই আবেদন গ্রহণযোগ্য হবে না। আবেদিনের জন্য প্রার্থীদের এর নির্দিষ্ট অফিসের ওয়েবসাইট
https://bank.sbi/web/careers/current-openings-এ যেতে হবে। আবেদনের নির্দিষ্ট জায়গা ছাড়া অন্য কোথাও আবেদন করলে সেই আবেদন বাতিল বলে গণ্য করা হবে। আবেদনের জন্য প্রার্থীদের একটি বৈধ ফোন নম্বর ও ইমেইল আইডি লাগবে। এটি ফাইনাল রেজাল্ট পর্যন্ত সক্রিয় রাখতে হবে, কারণ থেকে যেকোনো সময় নিয়োগের জন্য ইমেইল আইডিতে মেল যেতে পারে। অনলাইনে আবেদন করার প্রক্রিয়াগুলির নিম্নে ধাপে ধাপে উল্লেখ করা হলো-

১) অনলাইনে আবেদনের জন্য প্রথমে এর নির্দিষ্ট অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

২) সেখানে গিয়ে আপনার বৈধ ইমেইল আইডি ও ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করার পর লগইন করতে হবে।

৩) এরপর আবেদন পত্রের লিংকে ক্লিক করে সেটি ডাউনলোড করার পর নিজের উপযুক্ত তথ্য দ্বারা সঠিকভাবে পূরণ করতে হবে।

৪) আবেদনপত্র পূরণ করার সময় আপনার পাসপোর্ট সাইজ ফটো ও নিজস্ব স্বাক্ষর লাগবে, সেটি সঠিক জায়গায় দিতে হবে।

৫) উপযুক্ত তথ্য দেওয়ার পর আবেদন পত্রটি সঠিকভাবে পূরণ করে নিজের প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।

৬) সবশেষে আবেদন ফি প্রদান করতে হবে।

৭) এরপর সবশেষে ফাইনাল সাবমিট করার পর আবেদনের কাজ শেষ করতে হবে। ভবিষ্যতের জন্য আবেদনের একটি প্রিন্ট কপি নিজের সঙ্গে রেখে দিতে হবে।

গুরুত্বপূর্ণ নথিপত্র (Important Documents)

সংশ্লিষ্ট পদে আবেদন করার পর প্রার্থীদের যেসব ডকুমেন্টসগুলি স্ক্যান করে আপলোড করতে হবে সেগুলি নিম্নে উল্লেখ করা হলো-

১) সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজ ফটো

২) নিজস্ব স্বাক্ষর

৩) নিজের আইডি প্রুফ (পিডিএফ বানিয়ে দিতে হবে)

৪) জন্ম প্রমাণপত্র

৫) কাজের প্রোফাইল (এর দ্বারা প্রত্যয়িত বিদ্যমান/পূর্ববর্তী নিয়োগকর্তা) (পিডিএফ)

৬) সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত – শিক্ষাগত বিস্তারিত/ পেশাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং অ্যাসাইনমেন্ট পরিচালনা (পিডিএফ)

৭) শিক্ষাগত শংসাপত্র: প্রাসঙ্গিক মার্কশীট/ডিগ্রী/শংসাপত্র (পিডিএফ)

৮) অভিজ্ঞতার সনদ/নিয়োগপত্র /চাকরির অফার লেটার (পিডিএফ)

৯) ফর্ম-16/ বেতন স্লিপ (পিডিএফ)

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

আবেদনকারী প্রার্থীদের নির্বাচন করে সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হবে। এক্ষেত্রে নির্বাচনের তিনটি পদ্ধতি হলো নিম্নরূপ-

  • Online Examination
  • Screening
  • Interview.

আবেদন ফি (Application fees)

সন্তশিষ্ট পদে আবেদন করার পর প্রার্থীদের ক্যাটাগরি অনুযায়ী আবেদন ফি প্রদান করতে হবে। কোন ক্যাটাগরির প্রার্থীদের কমোড কত টাকা প্রদান করতে হবে এ ব্যাপারে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো-

ক্রমিক নম্বর ক্যাটাগরির নাম আবেদন ফি
1General / EWS/ OBC৭৫০ টাকা
2SC/ ST/ PwBDNill

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

সংশ্লিষ্ট পদে আবেদন করতে হলে আবেদনকারী প্রার্থীদের যেসব শিক্ষাগত যোগ্যতা লাগবে সেগুলো হলো নিম্নরূপ-

  • প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি পাস করতে হবে।
  • ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা (প্রয়োজনীয় একাডেমিক যোগ্যতার অভিজ্ঞতা) ৩১.১০.২০২৩ অনুসারে কোন তফসিলি বাণিজ্যিক ব্যাঙ্ক বা কোনও আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কে অথবা ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের অন্তর্গত যেকোনো আঞ্চলিক গ্রামীণ ব্যাংকে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখসমূহ (Important Dates)

আবেদনের অনলাইন রেজিস্ট্রেশন এবং ফি প্রদান ২২ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত৷
অনলাইন পরীক্ষার জন্য কল লেটার ডাউনলোড করার সম্ভাব্য তারিখজানুয়ারি ২০২৪
অনলাইন টেস্ট-এর সম্ভাব্য তারিখজানুয়ারি ২০২৪
অনলাইন আবেদনের শেষ তারিখ ১২ ডিসেম্বর ২০২৩
State Bank of India Recruitment 2023 5280 vacancy

আমরা এই প্রতিবেদনে সংশ্লিষ্ট পদে আবেদনের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্যগুলি লিপিবদ্ধ করেছি। প্রতিবেদনে উল্লেখিত তথ্য ছাড়াও আরো বিস্তারিত জানতে হলে অফিশিয়াল নোটিশটি বিস্তারিত পড়ুন অথবা এর নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করুন।

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ)

আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉যুক্ত হন
অফিসিয়াল নোটিশ👉এখানে দেখুন
অফিসিয়াল ওয়েবসাইট👉এখানে দেখুন
আবেদন করুন👉এখানে দেখুন

FAQ

Q. State Bank of India-এর তরফ থেকে কোন পদে কর্মী নিয়োগ করা হবে?

Ans: State Bank of India-এর তরফ থেকে সার্কেল বেসড অফিসার (Circle Based Officer)-এর প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।

Q. State Bank of India-এর তরফ থেকে সার্কেল বেসড অফিসার (Circle Based Officer) পদে মোট কতগুলি শূন্য পদ রয়েছে?

Ans: ৫২৮০ টি শূন্যপদ রয়েছে।

Q. State Bank of India-এর তরফ থেকে সার্কেল বেসড অফিসার (Circle Based Officer) পদে আবেদনের শেষ তারিখ কবে?

Ans: সংশ্লিষ্ট পদে আবেদনের শেষ তারিখ হল ১২ ডিসেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত।

Sarmin Rima

সারমিন রিমা (Sarmin Rima) Bong Hunt-এর একজন সদস্য। বাংলা ভাষা ও সাহিত্যে তিনি স্নাতকোত্তর (M.A)। পড়াশুনা করেছেন সাংবাদিকতা নিয়েও। এছাড়াও বিভিন্ন ডিজিটাল মাধ্যমে তাঁর বিগত ৩ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা রয়েছে। শিক্ষা, চাকরি, সরকারি প্রকল্প সহ বিভিন্ন বিষয়ে লেখায় তিনি সিদ্ধহস্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *