রাজ্যের জেলা জুড়ে স্বাস্থ্য দপ্তরে নিয়োগ চলছে; সময় নেই, শীঘ্রই আবেদন করুন (WB Health Recruitment 2024)
WB Health Recruitment 2024: বেকার চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে প্রকাশিত হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি (WB Health Job Recruitment)। পশ্চিমবঙ্গের সকল জেলা থেকেই আগ্রহী আবেদনকারীরা সংশ্লিষ্ট পদের জন্য আবেদন করতে পারবেন। রাজ্য সরকারের (Government Of West Bengal) অধীনে করা হবে নিয়োগ। সংশ্লিষ্ট চাকরির সম্পর্কিত বিস্তারিত জানুন আজকের প্রতিবেদনে।
পদের নাম (Name Of The Post):
রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে ১৪ টি ভিন্ন ভিন্ন পদে করা হবে নিয়োগ। Medical Officer, Genarel Duty Medical Officer, Medical Social Worker, Staff Nurse, Communication Health Assistant, Clinical Psychologist, Senior Tuberculosis Laboratory Supervisor, Programe Assistant, Counsellor, Pharmacist ইত্যাদি পদে করা হবে কর্মী নিয়োগ।
আবেদন পদ্ধতি (Application Process):
রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধীনে সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য আগ্রহী আবেদনকারীরা অনলাইনের মাধ্যমে করতে পারবেন আবেদন। আগ্রহী আবেদনকারী প্রার্থীরা প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে (www.wbhealth.gov.in) গিয়ে যথাযথভাবে ফর্মটি পূরণ করতে হবে। অসম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্ম বা সঠিক স্বাক্ষর এবং ফটো আপলোড না করা ফর্ম গুলি বাতিল বলে ঘোষণা করা হবে। তাই আবেদনপত্র পূরণের সময় সঠিক ভাবে ফর্মটি পূরণ করতে হবে। তারপর http://hr. wbhealth.gov.in-এ গিয়ে অনলাইন রেজিস্ট্রেশন ফর্মটি ডাউনলোড করে ফর্মের হার্ড কপি বা প্রিন্ট আউট ডাক বিভাগের মাধ্যমে পাঠাতে হবে।
আবেদন মূল্য (Application Fees):
রাজ্য স্বাস্থ্য দপ্তরে সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের আবেদন করার জন্য আবেদন মূল্য দিতে হবে। সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য জেনারেল ক্যাটাগরি প্রার্থীদের ১০০ টাকা এবং সংরক্ষিত শ্রেণী প্রার্থীদের জন্য ৫০ টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা Credit Card / Debit Card /Net Banking / UPI-এর মাধ্যমে আবেদন মূল্য জমা করতে পারবেন।
আরও পড়ুন: ৬,৫৭০ শূন্যপদে পঞ্চায়েতে চাকরির সুযোগ!জানুন আবেদন পদ্ধতি সহ বিস্তারিত
বয়সের সময়সীমা (Age Limit):
রাজ্য স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন পদের জন্য বয়সের সময়সীমার মানদণ্ড ভিন্ন। অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশটি দেখে বয়সের সীমা জানতে অনুরোধ করা হচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification):
স্বাস্থ্য দপ্তরে একাধিক পদে জন্য শিক্ষাগত যোগ্যতার মানদন্ড ভিন্ন ভিন্ন। আগ্রহী আবেদনকারী প্রার্থীদের অনুরোধ করা হচ্ছে যে, রাজ্য স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট www.wbhealth.gov.in-এ গিয়ে সংশ্লিষ্ট নোটিশটি দেখে শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার পর আবেদন করুন।
আবেদনের সময়সীমা (Application Process):
আগ্রহী আবেদনকারী প্রার্থীরা সংশ্লিষ্ট পদে ১ এপ্রিল ২০২৪ থেকে ১৩ এপ্রিল ২০২৪ অবধি আবেদন জানাতে পারবেন। ১৩ এপ্রিল ২০২৪ থেকে ১৫ এপ্রিল ২০২৪ অবধি আবেদন বাবদ অর্থ জমা করতে পারবেন।