৮২,৯০০ টাকা বেতনে রাজ্যের মৎস্য দপ্তরে কর্মী নিয়োগ চলছে, রইলো বিস্তারিত

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

WBPSC AFO Recruitment 2024: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) তরফ থেকে করা হবে মৎস্য দপ্তরে AFO তথা অ্যাসিস্ট্যান্ট ফিশারি অফিসার শূন্যপদে কর্মী নিয়োগ। এই মর্মে সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে প্রকাশিত হয়েছে একটি বিজ্ঞপ্তি। সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগের পর তাদের প্রতি মাসে ২৭,০০০ টাকা থেকে ৬৯,০০০ টাকা অবধি বেতন দেওয়া হবে। সংশ্লিষ্ট আবেদন সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি করুন।

পদের নাম (Name of The Post):

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) মাধ্যমে মৎস্য দপ্তরে অ্যাসিস্ট্যান্ট ফিশারি অফিসার (AFO) পদে করা হবে নিয়োগ।

শূন্যপদের সংখ্যা (Number of Vacancy):

মৎস্য দপ্তরে AFO পদের জন্য শূন্যপদের সংখ্যা ৮১টি

মাসিক বেতন (Monthly Salary):

মৎস্য দপ্তরে AFO পদে চাকরি পাওয়ার পর যোগ্য প্রার্থীদের প্রতিমাসে ৩২,১০০ টাকা থেকে ৮২,৯০০ টাকা অবধি বেতন দেওয়া হবে।

আরও পড়ুন: নিয়োগ হবে রেলের একটি সংস্থায় ম্যানেজার পদে চাকরির সুযোগ! রইলো বিস্তারিত

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

আবেদন পদ্ধতি (Application Process):

আগ্রহী আবেদনকারী প্রার্থীদের সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য WBPSC-এর অফিসিয়াল ওয়েবসাইট https://psc.wb.gov.in-এ গিয়ে অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন ফী (Application Fees):

সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য আগ্রহী আবেদনকারী প্রার্থীদের ১৬০ টাকা আবেদন বাবদ মূল্য জমা করতে হবে। তবে SC,ST এবং PwBD, এবং শারীরিক ভাবে প্রতিবন্ধী প্রার্থীদের কোনো আবেদন মূল্য জমা করতে হবে না। আবেদনকারী প্রার্থীরা UPI, ডেবিট ও ক্রেডিট কার্ডের দ্বারা আবেদন মুল্য জমা করতে হবে।

বয়সের সময়সীমা (Age Limit):

সংশ্লিষ্ট পদে চাকরির জন্য আগ্রহী আবেদনকারী প্রার্থীদের সর্বোচ্চ বয়স ১.০১.২০২৪ তারিখ অনুযায়ী ৩৯ বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification):

আগ্রহী আবেদনকারী প্রার্থীদের যে কোন সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মৎস্য বিজ্ঞানে ৪ বছরের স্নাতক ডিগ্রী থাকতে হবে। এর সাথে সাথে পশ্চিমবঙ্গের মৎস্য চাষ, জলজ সম্পদ, ফিশিং হারবার সম্পর্কে জ্ঞান এবং বাংলা ভাষায় দক্ষতা থাকা আবশ্যক।

আবেদনের শেষ তারিখ (Last Date of Application):

সংশ্লিষ্ট পদে আগ্রহী আবেদনকারী প্রার্থীরা ১৩ মে ২০২৪ অবধি আবেদন করতে পারবেন। এবং ১৪ মে ২০২৪ অবধি আবেদন মূল্য জমা করতে পারবেন।

আগ্রহী আবেদনকারী প্রার্থীদের অনুরোধ করা হচ্ছে যে, আবেদন করার পূর্বে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে (wbpcs.gov.in) গিয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখার জন্য।

গুরুত্বপূর্ণ লিংক

WhatsApp গ্রুপে যুক্ত হন