মাধ্যমিক পাশে এয়ারপোর্টে চাকরির সুযোগ, এই ভাবে আবেদন করতে হবে | Air India Recruitment 2023

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

Air India Recruitment 2023: Air India Airport Services Limited– এর পক্ষ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যারা অনেকদিন থেকে ভালো কোনো চাকরির আশায় রয়েছেন তারা এই পদে আবেদন করতে পারেন। যোগ্য ও আগ্রহী প্রার্থীদের আবেদনের আহ্বান জানানো হয়েছে। এক্ষেত্রে ছেলে ও মেয়ে উভয়েই আবেদন করতে পারবে। নিম্নে এর ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো –

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organization)

Air India Airport Services Limited– এর পক্ষ থেকে কর্মী নিয়োগ করা হবে।

পদের নাম (Name of the Post)

Air India Airport Services Limited– এর পক্ষ থেকে নিম্নলিখিত পদগুলোতে কর্মী নিয়োগ করা হবে-

  • Junior Officer-Technical
  • Ramp Service Executive / Utility Agent Cum Ramp Driver
  • Handyman / Handywomen

মোট শূন্যপদ (Total Vacancy)

সংশ্লিষ্ট পদগুলিতে সব মিলিয়ে মোট ৩২৩ টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।

বয়সসীমা (Age Limit)

এই পদে (Air India Recruitment 2023) আবেদনকারী প্রার্থীদের বয়স ২৮ বছরের মধ্যে। তবে সরকারের তরফ থেকে সংরক্ষিত শ্রেণীদের বয়সের। যার ওবিসি ক্যাটাগরির অন্তর্ভুক্ত তারা ৩ বছরের ছাড় পাবে, আবার যারা SC/ST ক্যাটাগরির অন্তর্ভুক্ত তারা পাবে ৫ বছরের ছাড়।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

বেতন (Salary)

Sr noপদের নাম বেতন
1 Jr. Officer-Technical২৮,২০০ টাকা
2Ramp Service Executive২৩,৬৪০ টাকা
3Utility Agent Cum Ramp Driver২০,১৩০ টাকা
4Handyman / Handy women১৭,৮৫০ টাকা

সংশ্লিষ্ট পদে নিয়োগকারী প্রার্থীদের মাসিক ২৮,২০০ টাকা বেতন দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া (Application Process)

এক্ষেত্রে অনলাইন বা অফলাইন করা মাধ্যমে আবেদন করার প্রয়োজন নেই। যোগ্য প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে সংশ্লিষ্ট পথগুলিতে নিয়োগ করা হবে। যারা আবেদন করতে আগ্রহী তারা ইন্টারভিউয়ের জন্য আবেদন করতে পারেন। ইন্টারভিউয়ের জন্য আবেদন করবেন নিম্নলিখিত পদ্ধতিতে-

  • এর জন্য প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্রের ফরম্যাটটি ডাউনলোড করে নিতে হবে।
  • আবেদনপত্র ডাউনলোড হয়ে গেলে সেটি নিজের উপযুক্ত তথ্য দ্বারা সঠিকভাবে পূরণ করতে হবে।
  • আবেদনপত্র পূরণ করার জন্য আপনার এক কপি রঙিন পাসপোর্ট সাইজ ফটো ও স্বাক্ষরের প্রয়োজন হবে।
  • এরপর আপনার গুরুত্বপূর্ণ ডকুমেন্টস গুলি আবেদনপত্রের সঙ্গে আপলোড করতে হবে।

আপনার যে সমস্ত নথিগুলি আপনি আবেদনপত্রের সঙ্গে আপলোড করবেন সেগুলি ইন্টারভিউয়ে নিয়ে যেতে হবে। তবে এগুলি ছাড়া নিজের অন্যান্য সকল প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে নিয়ে ইন্টারভিউয়ের দিন সঠিক সময়ে উপস্থিত হতে হবে।

আবেদন ফি (Application fee)

একটি মাধ্যমে আবেদন ফি Rs.৫০০/- (মাত্র পাঁচশ টাকা) এআই এয়ারপোর্ট সার্ভিসেস লিমিটেডের পক্ষে ডিমান্ড ড্রাফ্ট লাগবে। তবে Ex- servicemen / candidates belonging SC/ST communities এদের ক্ষেত্রে কোন আবেদন ফি লাগবে না।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

১. Jr. Officer- Technica পদে আবেদনের যোগ্যতা

যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেকানিক্যালে পূর্ণকালীন ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং / অটোমোবাইল / উৎপাদন/ বৈদ্যুতিক / বৈদ্যুতিক এবং ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।

২. Ramp Service Executive পদে আবেদনের যোগ্যতা

রাজ্য সরকার স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/ উত্পাদন / ইলেকট্রনিক্স / অটোমোবাইল ইত্যাদি বিষয়ে ৩ বছরের ডিপ্লোমা লাগবে।

Air India Recruitment 2023

৩.Handyman / Handywomen পদে আবেদনের যোগ্যতা

সংশ্লিষ্ট পদে আবেদন করতে হলে প্রার্থীকে এসএসসি/দশম শ্রেণি পাস হতে হবে।

এছাড়াও আবেদন করতে হলে প্রার্থীর আরও অন্যান্য যোগ্যতা থাকতে হবে এই ব্যাপারে বিস্তারিত জানার জন্য অফিশিয়াল নোটিশটি ফলো করার অনুরোধ করা হচ্ছে।

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉যুক্ত হন
Official Notice Link👉এখানে দেখুন
Official Website Link👉এখানে দেখুন
Apply Online👉আবেদন করুন

এছাড়া আবেদনের ব্যাপারে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি ফলো করার অনুরোধ করা হচ্ছে।

আরও পড়ুন:

👉 PSC-এর মাধ্যমে সহকারী অনুবাদক পদে চাকরির সুযোগ, আবেদন পদ্ধতি জেনে নিন (PSC Assistant Translator Recruitment 2023)

👉 উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরির সুযোগ | Uttar Banga Krishi Viswavidyalaya Recruitment 2023

FAQ
Q. Air India Airport Services Limited- এর পক্ষ থেকে কিভাবে কর্মী নিয়োগ করা হবে?

Ans: ইন্টারভিউয়ের মাধ্যমে।

Q. Air India Airport Services Limited– এর পক্ষ থেকে সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য কত টাকা আবেদন ফি লাগবে?

Ans: ৫০০ টাকা আবেদন ফি লাগবে।

Q. Air India Airport Services Limited– এর পক্ষ থেকে মোট কতগুলি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে?

Ans: মোট ৩২৩ টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।

Sarmin Rima

সারমিন রিমা (Sarmin Rima) Bong Hunt-এর একজন সদস্য। বাংলা ভাষা ও সাহিত্যে তিনি স্নাতকোত্তর (M.A)। পড়াশুনা করেছেন সাংবাদিকতা নিয়েও। এছাড়াও বিভিন্ন ডিজিটাল মাধ্যমে তাঁর বিগত ৩ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা রয়েছে। শিক্ষা, চাকরি, সরকারি প্রকল্প সহ বিভিন্ন বিষয়ে লেখায় তিনি সিদ্ধহস্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *