উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরির সুযোগ | Uttar Banga Krishi Viswavidyalaya Recruitment 2023
Uttar Banga Krishi Viswavidyalaya Recruitment 2023: উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে ইন্টারভিউ এর মাধ্যমে Research Fellow পদে কর্মী নিয়োগ করা হবে। যোগ্য প্রার্থীদের আবেদনের জন্য বলা হয়েছে। ছেলেমেয়ে নির্বিশেষে সকলে এই পদে আবেদন করতে পারবে। নিম্নে এই নিয়োগের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো।
নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organization)
Uttarbanga Krishi Vishwavidyalaya বা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে কর্মী নিয়োগ করা হবে।
পদের নাম (Name of the Post)
Uttar Banga Krishi Vishwavidyalaya বা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে Research Fellow পদে কর্মী নিয়োগ করা হবে।
বয়সসীমা (Age Limit)
১ জুন ২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স ৪০ বছরের নিচে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীদের (SC/ST) জন্য ৫ বছর পর্যন্ত বয়সের ছাড় রয়েছে।
বেতন (Salary)
সংশ্লিষ্ট পদে নিয়োগকারী কর্মীদের মাসিক ১৮ হাজার টাকা বেতন দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া (Application Process)
সংশ্লিষ্ট পদ আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে।এরপর ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে।
ইন্টারভিউয়ের তারিখ (Date of Interview)
যে সমস্ত প্রার্থীরা আবেদন করবে তাদের Uttarbanga Krishi Vishwavidyalaya বা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে Research Fellow পদে নিয়োগের জন্য একটি ইন্টারভিউ নেওয়া হবে। আর এই ইন্টারভিউয়ের মাধ্যমেই কর্মী নিয়োগ করা হবে। এই ইন্টারভিউয়ের তারিখ নির্ধারিত হয়েছে ৫ অক্টোবর ২০২৩ দুপুর ১২ টাই। প্রার্থীদের উপযুক্ত ডকুমেন্টস সহ নির্ধারিত সময়ের কিছু আগে উপস্থিত হতে বলা হয়েছে।
ইন্টারভিউয়ের ঠিকানা (Address of interview)
Uttarbanga Krishi Vishwavidyalay Pundibari, Cooch Behar.
গুরুত্বপূর্ণ নথিপত্র (Important Documents)
- আবেদনকারীর সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট
- জন্মের প্রমাণপত্র
- কাস্ট সার্টিফিকেট (SC/ST/OBC)
- দুটি পাসপোর্ট সাইজের ছবি
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
সংশ্লিষ্ট পদে আবেদনকারী প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে এবং ইন্টারভিউয়ে উত্তীর্ণ হওয়া প্রার্থীদের পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
- সংশ্লিষ্ট পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা হিসেবে কৃষি কীটতত্ত্বে M.Sc অর্থাৎ M.SC in Agriculture Entomology ডিগ্রী থাকতে হবে।
- ক্ষেতের ফসলের স্বাদের বিপরীতে কীটনাশক বিবর্তনের বিষয়ে গবেষণার অভিজ্ঞতা এবং কম্পিউটার অপারেশনে জ্ঞান থাকা প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে
গুরুত্বপূর্ণ তারিখসমূহ (Important Dates)
আবেদনের শেষ সময়সীমা হল আগামী ২৪ অক্টোবর ২০২৩ পর্যন্ত।
এখানে পদের ব্যাপারে খুবই সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে। বিস্তারিত জানার জন্য অফিসের নোটিসটি ফলো করার অনুরোধ করা হচ্ছে।
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ)
🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉 | 🔥যুক্ত হন |
Official Notice Link👉 | এখানে দেখুন |
Official Website Link👉 | এখানে দেখুন |
আরও পড়ুন:
👉 মাধ্যমিক পাশে এয়ারপোর্টে চাকরির সুযোগ, এই ভাবে আবেদন করতে হবে | Air India Recruitment 2023
👉 রাজ্যে উচ্চমাধ্যমিক পাশেই স্টেনোগ্রাফার পদে চাকরির সুযোগ (WB Stenographer Recruitment 2023)
👉 উচ্চমাধ্যমিক পাশে স্বাস্থ্য দপ্তরে সুপারভাইজার সহ অন্যান্য পদে নিয়োগ চলছে (WB Health Supervisor Recruitment 2023)
👉 উচ্চ মাধ্যমিক পাশে স্বাস্থ্য দপ্তরে চাকরির সুযোগ! বিস্তারিত জানুন
👉 ৫০,৬০০ টাকা বেতনে লাইব্রেরীয়ান ও অন্যান্য পদে নিয়োগ চলছে; যোগ্যতা, আবেদন পদ্ধতি জেনে নিন
FAQ
Q. Uttarbanga Krishi Vishwavidyalaya-এর তরফ থেকে কোন পদে কর্মী নিয়োগ করা হবে?
Ans: Research Fellow পদে কর্মী নিয়োগ করা হবে।
Q. উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে সংশ্লিষ্ট পদে নিয়োগকারী কর্মীদের বেতন কত টাকা দেওয়া হবে?
Ans: ১৮ হাজার টাকা।
Q. উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট পদে আবেদনের শেষ তারিখ কবে?
Ans: ২৪ অক্টোবর ২০২৩।