সামনে এলো Motorola Edge 50 Fusion স্মার্টফোনের দাম সহ স্পেসিফিকেশন, কবে লঞ্চ হবে?

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

Motorola সংস্থা আগামী ৩ এপ্রিল বাজারে আনতে চলেছে Motorola Edge 50 Pro স্মার্টফোনটি। যদিও অনুমান করা হচ্ছে যে, Motorola Edge 50 Fusion স্মার্টফোনটিও বাজারে আত্মপ্রকাশ করবে। এটিও বাজারে আসতে পারে ৩ এপ্রিল ২০২৪ তারিখে। যদিও ফোনটি বাজারে লঞ্চ হওয়ার আগেই প্রকাশিত হয়েছে তার রেন্ডার ডিজাইন ফিচারস এবং স্পেসিফিকেশন সম্পর্কে যাবতীয় তথ্য। এটির সম্পূর্ণ জানুন আজকের প্রতিবেদনে।

Motorola Edge 50 Fusion ফোনের রেন্ডার এবং দাম:

১. অ্যান্ড্রয়েড হেডলাইনের তরফ থেকে প্রকাশিত হয়েছে Motorola Edge 50 Fusion স্মার্টফোনের লিক। তার মাধ্যমে ফোনটির রেন্ডার, ইমেজ, স্পেসিফিকেশন এবং প্রকাশের ডেট সম্পর্কে তথ্য জানা গেছে।

২. প্রকাশিত তথ্য অনুযায়ী ফোনটির পিছনের প্যানেল রয়েছে দুটি বড় ক্যামেরা কাটআউট সহ কার্ভ ব্যাক। অনুমান করা হচ্ছে হয়তো ডিসপ্লেটিও কার্ভ হতে পারে।

৩. সংশ্লিষ্ট স্মার্টফোনটির সামনের প্যানেলের রয়েছে পাঞ্চ হোল ডিসপ্লে।

৪. ফোনটির ব্লু, পিঙ্ক এবং টিল এই তিনটি কালারে বাজারে উপলব্ধ থাকবে Edge 50 Fusion স্মার্টফোনটি।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

৫. সমস্ত কালারের ফোনগুলি আপনি পাবেন টেকচার ব্যাক প্যানেল এবং ব্লু কালার মডেলে ভেগান লেদার ফিনিশ রয়েছে।

৬. এই স্মার্টফোনটির দাম $৩০০ US ডলার। যা ভারতীয় মুদ্রায় ২৫ হাজার টাকা।

Motorola Edge 50 Fusion ফোনের ফিচারস এবং স্পেসিফিকেশন:

ডিসপ্লে (Display):

Motorola Edge 50 Fusion ফোনে থাকার সম্ভাবনা রয়েছে POLED প্যানেলে তৈরি ৬.৭ ইঞ্চি ডিসপ্লে। ডিসপ্লের ওপরে থাকবে গরিলা গ্লাস প্রটেকশন।

প্রসেসর (Processor):

Motorola Edge 50 Fusion স্মার্টফোনটিতে ব্যবহৃত হতে পারে Qualcomm Snapdragon 6 Gen প্রসেসর

আরও পড়ুন: মাত্র ১০,০০০ টাকায় Realme আনতে চলেছে 6GB RAM এবং 256GB মেমরি সহ মোবাইল! জেনে নিন বিস্তারিত

স্টোরেজ (Storage):

সংশ্লিষ্ট ফোনটিতে থাকতে পারে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি অবধি ইন্টারনাল স্টোরেজ।

ক্যামেরা (Camera):

Motorola Edge 50 Fusion স্মার্ট ফোনটিতে থাকতে পারে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ। ফোনটিতে থাকার সম্ভাবনা রয়েছে OIS যুক্ত ৫০ এমপি প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং ১৩ এমপি আল্ট্রা ওয়াইল্ড অ্যাঙ্গেল ক্যামেরা। সেলফি এবং ভিডিও কলিং-এর সুবিধার জন্য সামনে থাকবে ৩২ এমপি ফ্রন্ট লেন্স ক্যামেরা সেন্সর।

আরও পড়ুন: ভারতে শীঘ্রই লঞ্চ হতে চলেছে Vivo X Fold 3, জেনে নিন এর স্পেসিফিকশন সহ বিস্তারিত

ব্যাটারি (Battery):

Motorola Edge 50 Fusion স্মার্টফোনটিতে থাকতে পারে ৫০০০ mAh একটি শক্তিশালী ব্যাটারি। এর সাথে থাকার সম্ভাবনা রয়েছে ৬৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট সিস্টেম।

অন্যান্য (Others):

সংশ্লিষ্ট ফোনটিকে ধুলো ও জলের হাত থেকে রক্ষা করার জন্য থাকার সম্ভাবনা রয়েছে IP68 রেটিং

গুরুত্বপূর্ণ লিংক

WhatsApp গ্রুপে যুক্ত হনযুক্ত হন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *