মাত্র ১০,০০০ টাকায় Realme আনতে চলেছে 6GB RAM এবং 256GB মেমরি সহ মোবাইল! জেনে নিন বিস্তারিত
ভারতীয় মোবাইল কোম্পানি Realme ভারতীয় বাজারে এনেছে নতুন স্মার্টফোন Realme 12X। কোম্পানির তরফ থেকে আরও একটি স্মার্ট ফোন বাজারে আসতে পারে। প্রাপ্ত সূত্রের খবর অনুযায়ী, সংশ্লিষ্ট সংস্থার তরফ থেকে ১০,০০০ টাকার মধ্যে নতুন ফোন বাজারে আনার প্রস্তুতি চলছে।
উক্ত ফোনটিতে থাকবে ৬ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। যদিও সংস্থার তরফ থেকে এই ফোনের মডেল নাম্বার এবং সিরিজ সম্পর্কে কোনো তথ্য এখন সামনে আসেনি। তবে অনুমান করা হচ্ছে যে এই ফোনটি পোকো, আইটেল, টেকনো এবং ইনফিনিক্সের মতো ফোন গুলিকে টক্কর দেবে।
প্রাপ্ত খবর অনুসারে, সংস্থাটি এই ফোনটি প্রস্তুত করছে বর্তমান প্রজন্মের অতিরিক্ত পরিমাণ ডেটা ব্যবহারের কথা ভেবে। তবে সংস্থার তরফ থেকে এই ফোনটি কবে বাজারে আসতে চলেছে সেই সম্পর্কে কোন তথ্য জানানো হয়নি। তবে খবর পাওয়া গেছে যে ফোনটি এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহ নাগাদ ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করতে পারে। সংস্থা পক্ষ থেকে জানানো হয়েছে যে এটি একটি ৪জি স্মার্টফোন হতে চলেছে।
এরমধ্যে সংশ্লিষ্ট সংস্থার তরফ থেকে Realme C65 মডেল সম্পর্কে তথ্য সামনে এসেছে। অনুমান করা হচ্ছে যে এটি একটি ৪জি স্মার্ট ফোন হতে চলেছে।
কম দামে Realme স্মার্টফোন:
সংশ্লিষ্ট সংস্থার তরফ থেকে ১০,০০০ টাকায় বিক্রি করা হবে অনেক গুলি স্মার্টফোন। দশ হাজার টাকার মধ্যে কিনতে পারবেন এমন কোন গুলির মধ্যে রয়েছে-
১. Realme C53 স্মার্টফোনটি। যেটিতে রয়েছে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ।
২. Realme C55 স্মার্টফোনটি। যেটিতে রয়েছে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। যদিও এই ফোনটির দাম ১৩,০০০ টাকার আশেপাশে।
আরও পড়ুন: দাম কমে গেল Samsung Galaxy A-সিরিজের ফোনের! জেনে নিন নতুন দাম
তবে অনুমান করা হচ্ছে যে সংশ্লিষ্ট কোম্পানির তরফ থেকে ১০ হাজার টাকার মধ্যে ৬ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোন বাজারে নিয়ে আসা হবে। তারই চেষ্টা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থা।
Realme C65 ফোনের স্পেসিফিকেশন:
প্রাপ্ত তথ্য অনুসারে, এপ্রিল মাসের ৪ তারিখে ভিয়েতনামে আত্মপ্রকাশ করবে Realme C65 স্মার্টফোনটি। বর্তমানে পাওয়া প্রাপ্ত খবর অনুসারে, এটি একটি বাজেট ফ্রেন্ডলি 4G স্মার্টফোন। ফোনটিতে উপলব্ধ রয়েছে ৮ জিবি র্যাম, প্রসেসর হিসাবে থাকছে MediaTek Helio G88 চিপসেট, ৫০ এমপি ক্যামেরা, ৫০০০ mAh শক্তিশালী ব্যাটারি এবং আরও অন্যান্য ফিচারস। যদিও ভারতীয় বাজারে সংশ্লিষ্ট ফোনটির ৬ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত একটি ভেরিয়েন্ট লঞ্চ হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
আরও পড়ুন: Poco C61: ভারতে আত্মপ্রকাশ করলো Poco C61 ফোনটি, AI প্রযুক্তি যুক্ত ক্যামেরা সহ আর কী কী আছে? দাম কত?
গুরুত্বপূর্ণ লিংক
আরও পড়ুন: Realme 12x 5G ফোনটি লঞ্চ হবে ১২,০০০ টাকারও কম দামে! জেনে নিন এর স্পেসিফিকেশন
আরও পড়ুন: মাত্র ৫,৭১৯ টাকায় ৭ এপ্রিল পর্যন্ত মিলবে Infinix Smart 8 Plus, কোথায় অর্ডার করতে হবে?