Poco C61: ভারতে আত্মপ্রকাশ করলো Poco C61 ফোনটি, AI প্রযুক্তি যুক্ত ক্যামেরা সহ আর কী কী আছে? দাম কত?
Poco C61: সম্প্রতি ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করেছে Poco C61 স্মার্টফোন। প্রাপ্ত খবর অনুযায়ী সংশ্লিষ্ট ফোনটি ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করেছে Redmi A3 ফোনের রিব্র্যান্ডে হিসেবে। Poco C61 স্মার্টফোনে ব্যবহৃত হয়েছে MediaTek helio G36 প্রসেসর। সংশ্লিষ্ট ফোনটিতে রয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। ফোনটিতে উপলব্ধ রয়েছে AI ফিচার সমেত ৮ এমপি ক্যামেরা সেন্সর। ৫০০০ mAh শক্তিশালী ব্যাটারি। রয়েছে ১০ ওয়াটের চার্জিং সাপোর্ট সিস্টেম। দুটি স্টোরেজ ভেরিয়েন্ট ও তিনটি রঙে ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করেছে এই স্মার্টফোনটি।
Poco C61 ফোনের মূল্য কত? কোথা থেকে? কী কী রঙে কিনতে পারবেন ফোনটি?
Poco C61 স্মার্টফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলটির দাম ৬,৯৯৯ টাকা। এই ফোনটির ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ৭,৯৯৯ টাকা। আজ অর্থাৎ ২৮ মার্চ থেকে এই ফোনটি কিনতে পারবেন সকলে। জনপ্রিয় অনলাইন সেলিং প্লাটফর্ম Flipkart থেকে কিনতে পারবেন ফোনটি। Diamond Dust Black, Ethereal Blue, Mystical Green এই তিনটি রঙে উপলব্ধ থাকবে ফোনটি।
Poco C61 ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন:
ডিসপ্লে (Display):
Poco C61 ফোনে রয়েছে ৯০ রিফ্রেশ রেট যুক্ত ৬.৭১ ইঞ্চির HD+ ডিসপ্লে। ফোনটির ওপরে প্রটেকশন হিসেবে রয়েছে Corning Gorilla Glass 3।
প্রসেসর (Processor):
Poco C61 ফোনে ব্যবহৃত হয়েছে MediaTek helio G36 প্রসেসর। এই ফোনটি অ্যান্ড্রয়েড ১৪-এ কাজ করতে সক্ষম।
আরও পড়ুন: দাম কমে গেল Samsung Galaxy A-সিরিজের ফোনের! জেনে নিন নতুন দাম
স্টোরেজ (Storage):
Poco C61 স্মার্টফোনে রয়েছে ২টি স্টোরেজ ভ্যারিয়েন্ট। একটি ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত এবং অন্যটি ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত।
ক্যামেরা (Camera):
Poco C61 ফোনে রয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। একটি ৮ এমপি প্রাইমারি ক্যামেরা সেন্সর যেটি AI ফিচারস যুক্ত। রয়েছে একটি সেকেন্ডারি ক্যামেরা সেন্সর। ক্যামেরার পাশে রয়েছে এলইডি ফ্ল্যাশ লাইট ইউনিট। সেলফি এবং ভিডিও কলিং এর সুবিধার জন্য ফোনটিতে রয়েছে ৫ এমপি ফ্রন্ট ক্যামেরা সেন্সর।
আরও পড়ুন: Realme 12x 5G ফোনটি লঞ্চ হবে ১২,০০০ টাকারও কম দামে! জেনে নিন এর স্পেসিফিকেশন
ব্যাটারি (Battery):
এই ফোনটিতে রয়েছে ৫০০০ mAh একটি শক্তিশালী ব্যাটারি সাপোর্ট এবং ১০ ওয়াটের একটি চার্জিং সাপোর্টেড সিস্টেম।
কানেক্টিভিটি (Connectivity):
Poco C61 ডুয়াল সিম সাপোর্টেড একটি ৪জি ফোন। WiFi এবং ব্লুটুথ ৫.৪ সাপোর্ট সিস্টেম। জিপিএস এবং USB Type C সাপোর্টেড। Poco C61 ফোনে উপলব্ধ রয়েছে ৩.৫ মিলিমিটারের একটি অডিও জ্যাক। এই ফোনের সাইড প্যানেলে রয়েছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটির ওজন প্রায় ১৯৩ গ্রাম।
আরও পড়ুন: মাত্র ৫,৭১৯ টাকায় ৭ এপ্রিল পর্যন্ত মিলবে Infinix Smart 8 Plus, কোথায় অর্ডার করতে হবে?