Realme 12x 5G ফোনটি লঞ্চ হবে ১২,০০০ টাকারও কম দামে! জেনে নিন এর স্পেসিফিকেশন
Realme 12x 5G: চলতি বছরের ২ এপ্রিল ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে Realme 12x 5G ফোনটি। ইতিমধ্যেই সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইটে ফোনটি স্পেসিফিকেশন লিস্টেড প্রকাশিত হয়েছে। ফোনটি তার পূর্বের মডেল 11X-এর কতটা ভিন্ন তাও দেখানো হয়েছে। এত পরিবর্তনের পরও ফোনটি আগের মডেলের থেকে কম দামে বাজারে আসবে বলে জানানো হয়েছে। দুটি ফোনের মধ্যে কতটা পার্থক্য রয়েছে জানুন বিস্তারিত।
Realme 12x 5G এবং 11x 5G ফোনের স্পেসিফিকেশন
সংশ্লিষ্ট সংস্থাটির ওয়েবসাইটে Realme 12x 5G এবং 11x 5G দুটি মডেলর ফিচারস এবং স্পেসিফিকেশনের মধ্যে তফাৎ দেখানো হয়েছে।
ডিসপ্লে (Display):
Realme 12x 5G স্মার্টফোনটিতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ৬.৭২ ইঞ্চির FHD+ ডিসপ্লে। যার নিট ব্রাইটনেস ৯৫০ এবং ইন ওয়াটার স্মার্ট টাচ রয়েছে ফোনটিতে। Realme 11x ফোনটিতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ৬.৭২ ইঞ্চির FHD+ ডিসপ্লে। এবং মডেলটির নিট ব্রাইটনেস ৬৮০।
প্রসেসর (Processor):
Realme 12x 5G এবং Realme 11x 5G স্মার্টফোন দুটিতেই ব্যবহৃত হয়েছে MediaTek Dimensity 6100 প্রসেসর। তবে Realme 12x 5G ফোনটিতে ভালো প্রদর্শনের জন্য রয়েছে কুলিং ভেপার চেম্বার।
আরও পড়ুন: মাত্র ৫,৭১৯ টাকায় ৭ এপ্রিল পর্যন্ত মিলবে Infinix Smart 8 Plus, কোথায় অর্ডার করতে হবে?
ব্যাটারি (Battery):
সংশ্লিষ্ট ফোনটিতে থাকছে ৫০০০ mAh শক্তিশালী ব্যাটারি। ফোনটিতে রয়েছে ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট সিস্টেম। তবে পূর্বের মডেলটিতে ছিল ৩৩ ওয়াটের চার্জিং সিস্টেম।
ক্যামেরা (Camera):
Realme 12x 5G ফোনটিতে উপলব্ধ থাকছে AI ফিচারস যুক্ত ৫০ এমপি ক্যামেরা সেন্সর। যদিও পূর্বের মডেল Realme 11x মডেলে ছিল ৬৪ এমপি ক্যামেরা সেন্সর। দুটি ফোনের ক্যামেরা কোয়ালিটিতে রয়েছে যথেষ্ট তফাৎ। গ্রাহকরা যাতে ভালো ফটো তুলতে পারে সে জন্য এতে ব্যবহৃত হয়েছে ৫০ এমপি ক্যামেরা সেন্সর।
আরও পড়ুন: লঞ্চ হতে চলেছে Snapdragon 8s Gen 3 প্রসেসর সহ Nothing Phone 3 স্মার্টফোন! দাম কত হবে?
ওএস (OS):
Realme 12x 5G স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমে কাজ করতে সক্ষম। যদিও পূর্বের মডেলটিতে ছিল অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম।
অন্যান্য (Others):
Realme 12x 5G ফোনে রয়েছে এয়ার চেম্বার এবং ডায়নামিক বাটন সহ ডুয়াল স্পিকার সাপোর্ট সিস্টেম। জল ও ধুলো থেকে রক্ষার জন্য ফোনটিতে রয়েছে IP54 রেটিং। যেটি এর পূর্বের মডেল 11x-এ অনুপস্থিত।
ওজন এবং ডায়মেনশন (Waight and Dimension):
Realme 12x 5G স্মার্টফোনটি হতে চলেছে আরও বেশি পাতলা। ফোনটি 7.69mm ডায়মেনশন যুক্ত হবে। যদিও Realme 11x ফোনটিতে ব্যবহৃত হয়েছিল 7.9mm ডায়মেনশন।
Realme 12x 5G এবং 11x 5G ফোনের দাম:
সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইটে জানানো হয়েছে যে, Realme 12x 5G স্মার্টফোনটি বাজারে আত্মপ্রকাশ করবে ১২,০০০ টাকার কম দামে। Realme 11x 5G ফোনের থেকে প্রায় ৩ হাজার টাকা কম দামে বাজারে আসবে এই ফোনটি। ২ এপ্রিল জানা যাবে ফোনটি কেমন স্টোরেজ ভ্যারিয়েন্ট নিয়ে বাজারে আত্মপ্রকাশ করবে।
আরও পড়ুন: ৪০০০ টাকা ছাড় পাওয়া যাচ্ছে এই Realme ফোনে! ফায়দা নিতে এখনই জেনে নিন