লঞ্চ হতে চলেছে Snapdragon 8s Gen 3 প্রসেসর সহ Nothing Phone 3 স্মার্টফোন! দাম কত হবে?
Nothing Phone 3: Carl Pei OnePlus সংস্থা থেকে বেরিয়ে এসে Nothing ব্র্যান্ডের প্রতিষ্ঠা করেন। তিনি লঞ্চ করেছেন প্রথমে Nothing Phone 1, তারপর Nothing Phone 2 এবং কিছু দিন আগে Nothing Phone 2a স্মার্টফোন। তিনি প্রথম দুটি স্মার্টফোনের মডেলে ব্যবহার করেন Qualcomm Snapdragon প্রসেসর।
Nothing Phone 2a সবথেকে কম দামের স্মার্টফোনে ব্যবহার করেন MediaTek demanCity প্রসেসর। তবে এবার গুঞ্জন উঠেছে সংশ্লিষ্ট কোম্পানির Nothing Phone 3 মডেলটি নিয়ে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই ফোনটিতে ব্যবহৃত হতে পারে Qualcomm Snapdragon 8s Gen 3 প্রসেসর।
Nothing সংস্থার সঙ্গে দীর্ঘদিন ধরে কাজে লিপ্ত রয়েছেন এমন একটি ইন্ডাস্ট্রির সোর্স থেকে এই খবরটি পাওয়া গেছে। তিনি বলেন Nothing Phone 3 মডেলটির দাম প্রায় ৪০ হাজার থেকে ৪৫ হাজার টাকার মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। সংস্থাটি এমত অবস্থায় প্রিমিয়াম সেগমেন্টে যাওয়ার কথা না ভেবে সংস্থাটি ভাবছেন ২০ হাজার থেকে ৪০ হাজার বাজেটে ফোন বাজারে এনে ইউজার বেস তৈরি করতে। এই কারণেই সংস্থাটি প্রসেসর হিসেবে হাই চিপসেট ব্যবহার করার কথা ভাবছে।
Nothing Phone 3 ফোনটি বাজারে আনার প্রস্তুতি:
এর মধ্যে Nothing সংস্থা সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেল একটি ভিডিও শেয়ার করেছে। সংশ্লিষ্ট ভিডিওতে একটি ব্যাংকে লাফানো অবস্থায় দেখা গেছে। সংশ্লিষ্ট ভিডিওটি শেয়ারের সঙ্গে সঙ্গে আপকামিং স্মার্টফোন Nothing Phone 3 সম্পর্কে আলোচনা শুরু হয়েছে। এর পূর্বে সংস্থাটি Nothing Phone 1 ফোন লঞ্চ-এর আগে টিয়া পাখি এবং Nothing Phone 2 লঞ্চ এর আগে অক্টোপাসের ভিডিও শেয়ার করেছিল। সেই কারণেই লিপিং ফ্রগের ভিডিও দেখে Nothing Phone 3 লঞ্চের গুঞ্জন উঠেছে।
আরও পড়ুন: ৪০০০ টাকা ছাড় পাওয়া যাচ্ছে এই Realme ফোনে! ফায়দা নিতে এখনই জেনে নিন
Nothing Phone 3 ফোনের সম্ভাব্য আত্মপ্রকাশের সময়:
যদিও Nothing সংস্থার তরফ থেকে Nothing Phone 3 আত্মপ্রকাশ এর তারিখ সম্পর্কে অফিসিয়ালি কোনো তথ্য সামনে আসেনি। তবে অনুমান করা হচ্ছে যে, সংশ্লিষ্ট স্মার্টফোনটি জুলাই মাসের আগে বাজারে আত্মপ্রকাশ করতে পারে।
আরও পড়ুন: IPL 2024: নাইটদের বিরুদ্ধে মাঠে ফিরেই বেগুনি টুপি দখল করলো মুস্তাফিজুর, দৌড়ে আর কে কে আছেন?