মাত্র ৫,৭১৯ টাকায় ৭ এপ্রিল পর্যন্ত মিলবে Infinix Smart 8 Plus, কোথায় অর্ডার করতে হবে?
Infinix Smart 8 Plus: জনপ্রিয় অনলাইন শপিং প্লাটফর্ম Flipkart-এর তরফ থেকে শুরু হয়েছে বিগ বাচ্যাট ডেস সেল (Big Bachat Days sale)। এই সেলে আপনারা পেয়ে যাবেন একাধিক জিনিসের ওপর অধিক ডিসকাউন্ট। ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল অবধি চলবে এই সেলটি।
উক্ত সেলে পাবেন Infinix Smart 8 Plus-এর উপর অধিক ডিসকাউন্ট। তাই যদি কেউ নতুন ফোন কিনার পরিকল্পনা করে থাকেন তবে কম দামে এই ফোনটি কিনতে পারেন। ফ্লিপকার্টের এই সেলে Infinix Smart 8 Plus ফোনটি কিনতে পারবেন মাত্র ৫,৭১৯ টাকায়।
কি কি অফার থাকছে ফোনটিতে?
২০২৪ সালের মার্চ মাসে ফোনটি ভারতীয় বাজারে লঞ্চের সময় বাজার মূল্য ছিল ৭,৭৭৯ টাকা। তবে বর্তমানে আপনি এই ফোনটি ৫৭১৯ টাকায় কিনতে পারবেন। এছাড়াও ফোনটিতে আপনি পেয়ে যাবেন অতিরিক্ত আরও ১০০০ টাকার ছাড়। এবার যদি আপনি ফোন এক্সচেঞ্জ-এর মাধ্যমে ফোনটি কিনতে চান তবে পাবেন অতিরিক্ত অর্থ ছাড়া।
Infinix Smart 8 Plus ফোনের স্পেসিফিকেশন এবং ফিচারস:
Infinix Smart 8 Plus স্মার্টফোনে উপলব্ধ রয়েছে ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। সংশ্লিষ্ট ফোনটিতে রয়েছে ৬.৬ ইঞ্চির একটি LCD ডিসপ্লে। ফোনটিতে প্রসেসর হিসাবে ব্যবহৃত হয়েছে MediaTek Helio G36 চিপসেট। সংশ্লিষ্ট ফোনটিতে রয়েছে ৫০ এমপি AI লেন্স যুক্ত ক্যামেরা সেন্সর এবং ৮ এমপি ফ্রন্ট ক্যামেরা সেন্সর।
আরও পড়ুন: Realme 12x 5G ফোনটি লঞ্চ হবে ১২,০০০ টাকারও কম দামে! জেনে নিন এর স্পেসিফিকেশন
এছাড়াও থাকছে ৬০০০ mAh একটি শক্তিশালী, ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট সিস্টেম। USB Type C-এর সুবিধা। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে কাজ করতে সক্ষম এবং ফোনটিতে রয়েছে XOS 13 OS।
Infinix Smart 8 Plus স্মার্টফোনে রয়েছে ৫০ এমপি প্রাইমারি ক্যামেরা সেন্সর ও f/2.0 অ্যাপারচার সমেত একটি AI লেন্স। ফোনটিতে উপলব্ধ রয়েছে LED ফ্ল্যাশ মডিউল। সেলফি এবং ভিডিও কলিং-এর সুবিধার জন্য রয়েছে ৮এমপি ফ্রন্ট ক্যামেরা সেন্সর।
আরও পড়ুন: লঞ্চ হতে চলেছে Snapdragon 8s Gen 3 প্রসেসর সহ Nothing Phone 3 স্মার্টফোন! দাম কত হবে?
গুরুত্বপূর্ণ লিংক
আরও পড়ুন: ৪০০০ টাকা ছাড় পাওয়া যাচ্ছে এই Realme ফোনে! ফায়দা নিতে এখনই জেনে নিন