ভারতে শীঘ্রই লঞ্চ হতে চলেছে Vivo X Fold 3, জেনে নিন এর স্পেসিফিকশন সহ বিস্তারিত

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

Vivo সংস্থা তাদের হোম মার্কেট চীনের বাজারে এনেছে Vivo X Fold 3 Vivo X Fold 3 Pro ফোন। তবে শোনা যাচ্ছে যে অতি দ্রুত ভারতীয় বাজারের আত্মপ্রকাশ করবে এই ফোন। প্রাপ্ত খবর অনুসারে, Vivo X Fold 3 ফোনটি ভারতীয় বাজারে আসছে চলেছে। ফোনটি হালকা ডিজাইন এবং দারুন ফিচারস ও স্পেসিফিকেশন সমেত চীনের বাজারে আত্মপ্রকাশ করেছেন। ফোনটি সম্পর্কে বিস্তারিত জানুন।

ভারতীয় বাজারে আসতে চলেছে Vivo X Fold 3 ফোন:

বিশেষ সূত্রে প্রাপ্ত খবর অনুসারে, জানা গেছে যে Vivo X Fold 3 ফোনটি অতি দ্রুত ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করতে পারে।

আত্মপ্রকাশের দিন সম্পর্কে সঠিকভাবে কিছু জানা না গেলেও এই ফোনটি হতে চলেছে সবথেকে পাতলা ফোল্ডেবল স্মার্টফোন।

২৬ মার্চ চীনের বাজারে আত্মপ্রকাশ করেছে এই Vivo X Fold 3 ফোনটি। এই ফোনটি খুব পাতলা, সুন্দর ডিজাইন ও শক্তিশালী ফিচারস এবং স্পেসিফিকেশন নিয়ে বাজারে আসতে চলেছে বলে অনুমান করা হচ্ছে।

Vivo X Fold 3 ফোনের লুক এবং ডিজাইন (লিক):

Vivo X Fold 3 ফোনটির পিছনের প্যানেল এ রয়েছে একটি গোলাকার ক্যামেরা মডিউল সেটআপ। এখনও অবধি Vivo X Fold 3 ফোনটি সবথেকে পাতলা ফোল্ডেবল স্মার্টফোন। ফোল্ড করার পর Vivo X Fold 3 ফোনের পাতলার হার মাত্র ৪.৬৫ মিলিমিটার। এই ফোনটির ওজন মাত্র ২১৯ গ্রাম। যা iPhone 15 Pro Max ফোনের থেকেও হালকা।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

আরও পড়ুন: মাত্র ১০,০০০ টাকায় Realme আনতে চলেছে 6GB RAM এবং 256GB মেমরি সহ মোবাইল! জেনে নিন বিস্তারিত

Vivo সংস্থার দাবি, এই ফোনটি কার্বন ফাইবার দিয়ে প্রস্তুত করা অত্যন্ত মজবুত এবং লাইট ওয়েটের ফোন। এই ফোল্ডেবল ফোনের প্রথম সুইচ এসজিএস ফাইভ স্টার ড্রপ রেজিস্টেন্স সার্টিফিকেশন প্রাপ্ত। এই ফোনটি বাজারে কালো এবং সাদা রঙে উপলব্ধ রয়েছে।

Vivo X Fold 3 ফোনের ফিচারস এবং স্পেসিফিকেশন (চীন):

ডিসপ্লে(Display):

Vivo X Fold 3 ফোনটিতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ৬.৫৩ ইঞ্চির এক্সটারনাল OLED ডিসপ্লে । যেটি ২,৪৮০×২,২০০ পিক্সেল রেজোলিউশন যুক্ত। ফোনটিতে রয়েছে ৮.০৩ ইঞ্চির একটি ইন্টারনাল স্ক্রিন যার রেজোলিউশন ৩,৭৪৮×১,১৭২ পিক্সেল। ফোনটি ৪,৫০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্টেড। সংশ্লিষ্ট ফোনটির সাইড প্যানেল রয়েছে একটি মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

আরও পড়ুন: দাম কমে গেল Samsung Galaxy A-সিরিজের ফোনের! জেনে নিন নতুন দাম

প্রসেসর (Processor):

Vivo X Fold 3 ফোনটিতে ব্যবহৃত হয়েছে Snapdragon 8 Gen 2 চিপসেট।

স্টোরেজ (Storage):

সংশ্লিষ্ট ফোনটিতে রয়েছে স্টোরিজের ৪টি ভ্যারিয়েন্ট। এই ফোনটির সর্বোচ্চ মডেলটিতে রয়েছে ১৬ জিবি LPDDR5 র‍্যাম এবং ১ টিবি অবধি ইন্টারনাল স্টোরেজ। এছাড়াও এর সাথে পাবেন UFS ৪.০ স্টোরেজ।

আরও পড়ুন: Poco C61: ভারতে আত্মপ্রকাশ করলো Poco C61 ফোনটি, AI প্রযুক্তি যুক্ত ক্যামেরা সহ আর কী কী আছে? দাম কত?

ক্যামেরা (Camera):

Vivo X Fold 3 ফোনটিতে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। ফোনটিতে রয়েছে ৫০ এমপি OV50H প্রাইমারি ক্যামেরা সেন্সর, ৫০ এমপি আল্ট্রা ওয়াইল্ড অ্যাঙ্গেল লেন্স এবং আর একটি ৫০ এমপি পোর্ট্রেট লেন্স। সেলফি এবং ভিডিও কলিংয়ের সুবিধার জন্য রয়েছে ৩২ এমপি ফ্রন্ট ক্যামেরা সেন্সর।

ব্যাটারি (Battery):

সংশ্লিষ্ট ফোনটিতে রয়েছে ৫,৫০০ mAh একটি শক্তিশালী ব্যাটারি। ৮০ ওয়াটের একটি ফাস্ট চার্জিং সাপোর্টেড সিস্টেম।

গুরুত্বপূর্ণ লিংক

WhatsApp গ্রুপে যুক্ত হনযুক্ত হন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *