জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে নিয়োগ চলছে, বেতন ৩৯,১০০ টাকা পর্যন্ত (NATIONAL Highways Authority of India Recruitment 2023)

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

National Highways Authority of India Recruitment 2023: বর্তমান সময়ে যতই দিন যাচ্ছে ততই সরকারি চাকরি পাওয়া কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে। আর তাছাড়া দেশের যা অবস্থা তাতে সরকার চাকরি খুব কম সংখ্যকই দিচ্ছে। এই অবস্থায় বেকার চাকরিপ্রার্থীদের কাছে যদি ভালো কোন বেসরকারি চাকরির সুযোগ আসে তাহলে সেটা গ্রহণ করে নেওয়াই উচিত।

🔥আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉যুক্ত হন

আপনি যদি বেকার অবস্থায় হন্যে হয়ে একটি চাকরির জন্য ঘুরে বেড়ান তাহলে আমরা আজকে আপনার জন্য ভালো একটি চাকরির অফার নিয়ে এসেছি। এই চাকরিতে নিয়োগ হলে আপনি মোটা অংকের বেতন সহ আরো অনেক সুযোগ সুবিধা পাবেন। নিম্নে এই চাকরির ব্যাপারে সবিস্তারে আলোচনা করা হলো।

NATIONAL HIGHWAYS AUTHORITY OF INDIA-এর তরফ থেকে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহে প্রার্থীদের আবেদনের জন্য বলা হয়েছে। চলুন এই পদের ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক-

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organization)

NATIONAL HIGHWAYS AUTHORITY OF INDIA-এর তরফ থেকে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদের নাম (Name of the Post)

NATIONAL HIGHWAYS AUTHORITY OF INDIA-এর তরফ থেকে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। যেসব পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল নিম্নরূপ-

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now
  • Manager (Administration)
  • Deputy Manager (Vigilance)
  • Assistant Manager (Administration)
NATIONAL Highways Authority of India Recruitment 2023
NATIONAL Highways Authority of India Recruitment 2023
NATIONAL Highways Authority of India Recruitment 2023
NATIONAL Highways Authority of India Recruitment 2023
NATIONAL Highways Authority of India Recruitment 2023

মোট শূন্যপদ (Total Vacancy)

এক্ষেত্রে তিনটি পদ মিলিয়ে মোট ১০ টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্য পদের বিবরণ নিম্নে তুলে ধরা হলো-

ক্রমিক নম্বরপদের নাম মোট শূন্যপদ
1Manager (Administration)০৫
2Deputy Manager (Vigilance)০২
3Assistant Manager (Administration)০৩

বয়সসীমা (Age limit)

প্রত্যেকটি পদে যারা আবেদন করবে তাদের নির্দিষ্ট একটি বয়সীমা নির্ধারণ করা হয়েছে। এই বয়স সীমার ঊর্ধ্বে কোন আবেদনকারী আবেদনের যোগ্য হবে না। ৫৬ বছর বয়স পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবে।

বেতন (Salary)

সংশ্লিষ্ট পদে যারা আবেদন করবে তাদের প্রত্যেকটি পদের ভিত্তিতে আলাদা আলাদা বেতন দেওয়া হবে। নিয়োগ কারী প্রার্থীদের কত টাকা বেতন দেওয়া হবে সে সম্পর্কে নিচে আলোচনা করা হলো-

ক্রমিক নম্বরপদের নাম বেতন
1Manager (Administration)১৫,৬০০ টাকা থেকে ৩৯,১০০
2Deputy Manager (Vigilance)১৫,৬০০ টাকা থেকে ৩৯,১০০
3Assistant Manager (Administration)৯,৩০০ থেকে ৩৪,৮০০ টাকা

আবেদন প্রক্রিয়া (Application Process)

সংশ্লিষ্ট পদে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সবাই আবেদন করবে। এছাড়াও আপনাদের সুবিধার্থে নিচে আবেদনের লিংক দিয়ে দেওয়া হয়েছে সেখানে গিয়ে আবেদন করতে পারেন। আবেদনের সম্পূর্ণ প্রসেস সম্পর্কে আলোচনা করা হলো-

  • আবেদনের জন্য এর লিংকে ক্লিক করতে হবে অথবা এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  • নিজের বৈধ ইমেইল আইডি ও ফোন নম্বর দ্বারা রেজিস্ট্রেশন সম্পন্ন করে পাসওয়ার্ড এর সাহায্যে লগইন করতে হবে।
  • এরপর আপনি যে পদে আবেদন করতে চান সেখানে ক্লিক করতে হবে।
  • এতে আপনার স্ক্রিনে একটি আবেদনপত্র প্রদর্শিত হবে। সেটি ডাউনলোড করে নিজের উপযুক্ত তথ্য দ্বারা সেটি সঠিকভাবে পূরণ করতে হবে।
  • এর সঙ্গে সঙ্গে নিজের প্রয়োজনীয় নথি গুলি আপলোড করতে হবে। যেমন আপনার নিজস্ব স্বাক্ষর পাসপোর্ট সাইজ ছবি ও অন্যান্য শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
  • সবকিছু সঠিকভাবে পূরণ হয়ে গেলে ‘preview’ বাটনে ক্লিক করে আবেদন করার সমস্ত তথ্য সঠিক হয়েছে কিনা সেটি আর একবার দেখে নিতে হবে।
  • যদি সমস্ত তথ্য সঠিক থাকে তাহলে Final submit করার পর সেগুলি save করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

১. Manager (Administration) পদে আবেদনের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা

  • কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি থাকতে হবে।
  • ন্যূনতম ৪ বছরের প্রশাসন/প্রতিষ্ঠা/মানব রিসোর্স / পার্সোনেল ম্যানেজমেন্ট অভিজ্ঞতা থাকতে হবে।

২. Deputy Manager (Vigilance) পদে আবেদনের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা

  • একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী থাকতে হবে।
  • ন্যূনতম ৩ বছরের শৃঙ্খলামূলক এবং সতর্কতা বিষয় সরকারী বিভাগ অভিজ্ঞতা থাকতে হবে।
National Highways Authority of India Recruitment 2023

৩. Assistant Manager (Administration) পদে আবেদনের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা

  • একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউটের ডিগ্রি থাকতে হব।
  • কমপক্ষে ৩ বছরের প্রশাসন/প্রতিষ্ঠা/মানব রিসোর্স / পার্সোনেল ম্যানেজমেন্ট অভিজ্ঞতা থাকতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখসমূহ (Important Dates)

অনলাইন আবেদন শুরুর তারিখ১৫.১১.২০২৩ (১০:০০ AM)
অনলাইন আবেদনের শেষ তারিখ১৪.১২.২০২৩ (০৬:০০ PM)
অনলাইনে প্রিন্ট-আউট প্রাপ্তির শেষ তারিখ আবেদন১৩.০১.২০২৪

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ)

🔥আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉যুক্ত হন
অফিসিয়াল নোটিশ 👉এখানে দেখুন
অফিসিয়াল ওয়েবসাইট 👉এখানে দেখুন
আবেদন করুন 👉এখানে দেখুন

আরও পড়ুন:

👉 মাধ্যমিক পাশে ২,০০০ শূন্য পদে ডাক বিভাগে চাকরির সুযোগ, বিস্তারিত দেখুন

👉 ৭০,০০০ টাকা বেতনে সরাসরি বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, এইভাবে আবেদন করুন | National Forensic Sciences University Recruitment 2023

👉 ৭০,০০০ টাকা বেতনে সরাসরি বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, এইভাবে আবেদন করুন | National Forensic Sciences University Recruitment 2023

Sarmin Rima

সারমিন রিমা (Sarmin Rima) Bong Hunt-এর একজন সদস্য। বাংলা ভাষা ও সাহিত্যে তিনি স্নাতকোত্তর (M.A)। পড়াশুনা করেছেন সাংবাদিকতা নিয়েও। এছাড়াও বিভিন্ন ডিজিটাল মাধ্যমে তাঁর বিগত ৩ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা রয়েছে। শিক্ষা, চাকরি, সরকারি প্রকল্প সহ বিভিন্ন বিষয়ে লেখায় তিনি সিদ্ধহস্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *