রাজ্যের কলেজে গ্রুপ-সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগ চলছে, আবেদন পদ্ধতি জেনে নিন (Serampore College Group C D Recruitment 2023)

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

Serampore College Group C D Recruitment 2023: আমাদের দেশে এমন অনেক বেকার চাকরি প্রার্থীরা রয়েছে যারা কলেজে চাকরি করতে আগ্রহী, কিন্তু সেরকম কোনো সুযোগ না থাকায় তারা বেকার অবস্থায় বসে আছে। আবার অনেকে গ্রুপ সি ও গ্রুপ ডি এর যেকোনো পদে চাকরি করার জন্য বিভিন্ন নিউজফিড গুলোতে নজর রেখে চলেছে যাতে চাকরির বিজ্ঞপ্তি দেখে সেখানে তারা চাকরির জন্য আবেদন করতে পারে।

WhatsApp গ্রুপে জয়েন করুন👉যুক্ত হন

আপনিও যদি তাদের মধ্যে একজন হন তাহলে আপনার জন্য বিশেষ খবর আজকে আমরা এই প্রতিবেদনে তেমনি এক চাকরির খবর সম্পর্কে আপনাদের জানাবো। এই পদে আবেদন করলে আপনি মোটা টাকা বেতন সহ ভালো একটি চাকরিতে জয়েন করতে পারবেন।

Serampore College থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে অফিস পিয়ন, অফিস ক্লার্ক সহ ল্যাবরেটরির বিভিন্ন ডিপার্টমেন্টে প্রার্থী নিয়োগ করা হবে। রাজ্যের যে কোন প্রান্ত থেকে যোগ্য ছেলে মেয়ে সহ সকলেই এই পদে আবেদন করতে পারবে। আপনিও যদি সংশ্লিষ্ট পদে আবেদন করার যোগ্য হয়ে থাকেন তাহলে দ্রুত আবেদন করে নিন নিম্নে এই পদের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organization)

Serampore College থেকে গ্রুপ সি ও গ্রুপ ডি-এর একাধিক পদে কর্মী নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদের নাম (Name of the Post)

Serampore College থেকে একাধিক শিক্ষক পদে প্রার্থী নিয়োগ করা হবে। এক্ষেত্রে যেসব পদে প্রার্থী নিয়োগ করা হবে সেগুলি নিম্নে আলোচনা করা হলো-

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now
  1. Office Clerk
  2. Office Peon
  3. Physics department Laboratory Attendant
  4. Chemistry department Laboratory Attendant
  5. Zoology department Laboratory Attendant
  6. Botany department Laboratory Attendant
  7. Physiology department Laboratory Attendant

মোট শূন্যপদ (Total Vacancy)

Serampore College-এ অফিস পিয়ন অফিস ক্লার্ক সহ ল্যাবরেটরির বিভিন্ন ডিপার্টমেন্টে প্রার্থী নিয়োগ করা হবে। এক্ষেত্রে মোট শূন্য পদ রয়েছে ১৩ টি। নিম্নে পদের নাম সহ শূন্য পদের বিস্তারিত বিবরণ তুলে ধরা হলো।

ক্রমিক নম্বরপদের নামগ্রুপপদের সংখ্যা
1Office ClerkC০১
2Office PeonD০১
3Physics department Laboratory AttendantD০১
4Chemistry department Laboratory AttendantD০৩
5Zoology department Laboratory AttendantD০৩
6Botany department Laboratory AttendantD০২
7Physiology department Laboratory AttendantD০২

বয়সসীমা (Age Limit)

আবেদনকারীর বয়স এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হবে পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম অনুযায়ী সংখ্যালঘু প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য। নোটিফিকেশনে উল্লেখিত সময় অনুযায়ী আবেদনকারীর বয়স ৪০ বছরের বেশি হবে না।

কলেজ ছাড়াই নিয়োগ প্রক্রিয়া সংশোধন/পুনঃনির্ধারণ/স্থগিত করার অধিকার সংরক্ষণ করে কোনো কারণ বরাদ্দ করা।

আবেদন প্রক্রিয়া (Application Process)

সংশ্লিষ্ট পদে আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে। আপনি অফিসিয়াল নোটিশে উল্লেখিত ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে আবেদন করতে পারেন অথবা আবেদনের লিংকে ক্লিক করে সেখান থেকে আবেদন করতে পারেন। আপনাদের সুবিধার্থে নিচে অফিসিয়াল ওয়েবসাইট লিংক ও আবেদন পত্রের লিংক দুটোই দিয়ে দেওয়া হল। ওখানে গিয়ে আপনারা আবেদনের ফর্মটি ডাউনলোড করে আবেদন পত্রের কাজ করে নিতে পারেন। আবেদনের ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন অফিশিয়াল ওয়েবসাইট থেকে এবং কোন রকম ভুল ত্রুটি যদি হয় তাহলে আবেদনপত্র গ্রহণ করা হবে না। এক্ষেত্রে অফিশিয়াল ওয়েবসাইটে উল্লেখিত পন্থা অবলম্বন করে সেখান থেকে সাহায্য নিতে পারেন। ইতিমধ্যেই সরকারি বা সমমানের চাকরিতে থাকা আবেদনকারীদের যথাযথ চ্যানেলের মাধ্যমে আবেদন করতে হবে।পূরণকৃত আবেদনপত্র (কলেজের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা) এবং সমস্ত প্রশংসাপত্র (স্ব-প্রত্যয়িত) নিবন্ধিত পোস্টের মাধ্যমে/হাতের মাধ্যমে শেষ তারিখে বা তার আগে অবশ্যই কলেজ প্রিন্সিপালের কাছে গিয়ে জমা করে আসতে হবে।

গুরুত্বপূর্ণ নথিপত্র (Important Documents)

সংশ্লিষ্ট পদে আবেদন করার জন্য যেসব নথিপত্রগুলি লাগবে সেগুলো হল নিম্নরূপ-

  1. পূরণ করা আবেদনপত্র
  2. পাসপোর্ট সাইজ ফটো
  3. সমস্ত প্রশংসাপত্র (স্ব-প্রত্যয়িত)।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

সংশ্লিষ্ট পদে যারা আবেদন করবে তাদের নির্দিষ্ট পদ্ধতিতে নির্বাচন করে পদে নিয়োগ করা হবে এক্ষেত্রে প্রার্থীদের পরীক্ষা নেওয়ার পর ইন্টারভিউ নেওয়া হবে। পরীক্ষা/সাক্ষাৎকারের জন্য ডাকা হবে এমন প্রার্থীর সংখ্যা কলেজ দ্বারা নির্ধারিত হবে।আবেদনকারী প্রার্থীদের পরীক্ষা/সাক্ষাৎকারের কল লেটার স্পিড পোস্ট এবং ইমেলের মাধ্যমে পাঠানো হবে (যদি দেওয়া হয়)। পরীক্ষা/সাক্ষাৎকারের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের নাম কলেজের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

আবেদনকারী প্রার্থীদের বিভাগ অনুযায়ী নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতায় রুপসি ও গ্রুপ ডি এর নন টিচিং স্টাফ পদে নিয়োগ করা হবে।

Serampore College Group C D Recruitment 2023

গুরুত্বপূর্ণ তারিখসমূহ (Important Dates)

ক্রমিক নম্বরবিষয়তারিখ
1আবেদনপত্র জমা দেওয়ার শুরুর তারিখ৬ নভেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত
2ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ২৩ নভেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ)

WhatsApp গ্রুপে জয়েন করুন👉যুক্ত হন
অফিসিয়াল নোটিশ👉এখানে দেখুন
অফিসিয়াল ওয়েবসাইট👉এখানে দেখুন
আবেদন করুন👉এখানে দেখুন

আরও পড়ুন:

👉 স্বাস্থ্য ওপরিবার কল্যাণ মন্ত্রকের অধীনে চাকরির সুযোগ, এইভাবে আবেদন করুন (Ministry of Health & Family Welfare Recruitment 2023)

👉 ৭০,০০০ টাকা বেতনে সরাসরি বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, এইভাবে আবেদন করুন | National Forensic Sciences University Recruitment 2023

FAQ
Q. Serampore College-এর তরফ থেকে মোট কয়টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে?

Ans: মোট ১৩ টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।

Q. Serampore College-এর তরফ থেকে কোন কোন গ্রুপে প্রার্থীদের নিয়োগ করা হবে?

Ans: গ্রুপ সি ও গ্রুপ ডি এর নন টিচিং স্টাফ পদে কর্মী নিয়োগ করা হবে।

Q. Serampore College-এর তরফ থেকে সংশ্লিষ্ট পদে আবেদন করার শেষ তারিখ কত?

Ans: সংশ্লিষ্ট পদে আবেদন করার শেষ তারিখ হল ২৩ নভেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত।

Sarmin Rima

সারমিন রিমা (Sarmin Rima) Bong Hunt-এর একজন সদস্য। বাংলা ভাষা ও সাহিত্যে তিনি স্নাতকোত্তর (M.A)। পড়াশুনা করেছেন সাংবাদিকতা নিয়েও। এছাড়াও বিভিন্ন ডিজিটাল মাধ্যমে তাঁর বিগত ৩ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা রয়েছে। শিক্ষা, চাকরি, সরকারি প্রকল্প সহ বিভিন্ন বিষয়ে লেখায় তিনি সিদ্ধহস্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *