স্বাস্থ্য ওপরিবার কল্যাণ মন্ত্রকের অধীনে চাকরির সুযোগ (Ministry of Health & Family Welfare Recruitment 2023)
বেকার অবস্থায় হন্যে হয়ে ঘুরে বেড়ানোর দিন শেষ। এবার চাকরিপ্রার্থীদের জন্য দারুন সুখবর। প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ হতে চলেছে। আপনি যদি বেকার অবস্থায় ঘুরে বেড়ান তাহলে আপনার জন্য এই সুযোগটি দারুন গুরুত্বপূর্ণ। বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে একাধিক পদে কর্মী নিয়োগ হচ্ছে। ভারতের যেকোনো স্থান থেকে চাকরি প্রার্থীরা এতে আবেদন করতে পারবে।
Directorate General of Health Services-এর তত্ত্বাবধানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Ministry of Health & Family Welfare)-এর তরফ থেকে একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য সকল প্রার্থীদের আহ্বান জানানো হয়েছে। যোগ্য প্রার্থীরা সকলে আবেদন করতে পারবে। নিম্নে এই পদের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-
নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organization)
Directorate General of Health Services-এর তত্ত্বাবধানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Ministry of Health & Family Welfare)-এর তরফ থেকে একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পদের নাম (Name of the Post)
Directorate General of Health Services-এর তত্ত্বাবধানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Ministry of Health & Family Welfare)-এর তরফ থেকে যে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল নিম্নরূপ-
- Research Assistant
- Technician
- Laboratory Attendant
- Research Assistant
- Laboratory Assistant Grade II
- Insect Collector
- Technician
- Laboratory Attendant
- Laboratory technician
- Health Inspector
- Field Worker
- Library & Information Assistant
- Library Clerk
- Physiotherapist
- Medical social Welfare officer
- X -Ray Technician
- Medical Laboratory Technologist
- Instructor (VTW) Fitter trade
- Junior Medical Laboratory Technologist
- Pressing Man
- Technical Assistant (Surgical)
- Animal Attendant
- Laboratory Attendant
- Library Clerk
- Library Attendant
- Nursing Officer(Staff Nurse)
- Cook
- Assistant Physiotherapist
- Para Medical Worker
- Kitchen Assistant
- Medical Lab Technologist (Technical Assistant)
- Medical Laboratory Technologist
- Assistant Physiotherapist
- Fitter Electrician
- Cook -cum -Kitchen Assistant
- Para Medical Worker
- Tailor
- Laboratory Attendant
- Technician
- Boiler Attendant
- Workshop Attendant
- Demonstrator (Bio – Chemistry & Nutrition)
- Sister Tutor
- Laboratory Attendant
- Animal Attendant
- Museum Assistant
- Nursing Officer
- Junior Psychiatric Social Welfare Officer
- Tailor
- Cane Worker
- Radiographer
- Staff Car Driver (Ordinary Grade)
- Dietician
- Pharmacist
- Laboratory Assistant
- HMTS general Others (Ward Boy)
- HMTS Dietary (Kitchen Staff)
- HMTS Sanitation (Safai karmchari)
- Pharmacist cum Clerk
- Radiotherapy Technician
- Supervisor Maintenance
- Ward Master
- Accountant
- Assistant Accounts Officer
মোট শূন্যপদ ও বয়সসীমা (Total Vacancy & Age limit)
ক্যাটাগরি অনুযায়ী প্রত্যেকটি পদের আলাদা আলাদা শূন্য পদ রয়েছে। নিম্নে পদ অনুযায়ী শূন্য পদের বিবরণ বিস্তারিতভাবে আলোচনা করা হলো।
ক্রমিক নম্বর | পদের নাম | মোট শূন্যপদ | বয়সসীমা |
1 | Research Assistant | ৪ | ৩০ বছর |
2 | Technician | ২ | ১৮ থেকে ২৫ বছরের মধ্যে |
3 | Laboratory Attendant | ৫ | ১৮ থেকে ২৫ বছরের মধ্যে |
4 | Research Assistant | ১ | ৩০ বছর |
5 | Laboratory Assistant Grade II | ৩ | ১৮ থেকে ২৭ বছরের মধ্যে |
6 | Insect Collector | ১ | ১৮ থেকে ২৭ বছরের মধ্যে |
7 | Technician | ১ | ১৮ থেকে ২৭ বছরের মধ্যে |
8 | Laboratory Attendant | ১ | ১৮ থেকে ২৫ বছরের মধ্যে |
9 | Laboratory technician | ৫ | ১৮ থেকে ২৭ বছরের মধ্যে |
10 | Health Inspector | ৭৩ | ৩০ বছরের মধ্যে |
11 | Field Worker | ১২৬ | ১৮ থেকে ২৫ বছরের মধ্যে |
12 | Library & Information Assistant | ১ | ৩০ বছরের মধ্যে |
13 | Library Clerk | ৭ | ১৮ থেকে ২৫ বছরের মধ্যে |
14 | Physiotherapist | ৪ | ২৫ বছরের মধ্যে |
15 | Medical social Welfare officer | ১ | ৩০ বছরের মধ্যে |
16 | X -Ray Technician | ১ | ১৮ থেকে ২৫ বছরের মধ্যে |
17 | Medical Laboratory Technologist | ১ | ২০ থেকে ২৫ বছরের মধ্যে |
18 | Instructor (VTW) Fitter trade | ১ | ১৮ থেকে ২৭ বছরের মধ্যে |
19 | Junior Medical Laboratory Technologist | ২ | ১৮ থেকে ২৫ বছরের মধ্যে |
20 | Pressing Man | ১ | ১৮ থেকে ২৫ বছরের মধ্যে |
21 | Technical Assistant (Surgical) | ১ | ৩০ বছরের মধ্যে |
22 | Animal Attendant | ৩ | ১৮ থেকে ২৫ বছরের মধ্যে |
23 | Laboratory Attendant | ৩ | ১৮ থেকে ২৫ বছরের মধ্যে |
24 | Library Clerk | ১ | ১৮ থেকে ২৫ বছরের মধ্যে |
25 | Library Attendant | ১ | ১৮ থেকে ২৫ বছরের মধ্যে |
26 | Nursing Officer(Staff Nurse) | ৭ | ২৫ বছরের মধ্যে |
27 | Cook | ১ | ১৮ থেকে ২৫ বছরের মধ্যে |
28 | Assistant Physiotherapist | ১ | ১৮ থেকে ২৭ বছরের মধ্যে |
29 | Para Medical Worker | ৫ | ১৮ থেকে ২৭ বছরের মধ্যে |
30 | Kitchen Assistant | ১ | ১৮ থেকে ২৫ বছরের মধ্যে |
31 | Medical Lab Technologist (Technical Assistant) | ১ | ১৮ থেকে ২৫ বছরের মধ্যে |
32 | Medical Laboratory Technologist | ১ | ২৫ বছরের মধ্যে |
33 | Assistant Physiotherapist | ১ | ১৮ থেকে ২৫ বছরের মধ্যে |
34 | Fitter Electrician | ১ | ১৮ থেকে ২৫ বছরের মধ্যে |
35 | Cook -cum -Kitchen Assistant | ৩ | ১৮ থেকে ২৭ বছরের মধ্যে |
36 | Para Medical Worker | ১ | ১৮ থেকে ২৫ বছরের মধ্যে |
37 | Tailor | ১ | ১৮ থেকে ২৭ বছরের মধ্যে |
38 | Laboratory Attendant | ৭০ | ১৮ থেকে ২৭ বছরের মধ্যে |
39 | Technician | ৩ | ১৮ থেকে ২৭ বছরের মধ্যে |
40 | Boiler Attendant | ১ | ১৮ থেকে ২৭ বছরের মধ্যে |
41 | Workshop Attendant | ৪ | ১৮ থেকে ২৫ বছরের মধ্যে |
42 | Demonstrator (Bio – Chemistry & Nutrition) | ২ | ৩৫ বছরের মধ্যে |
43 | Sister Tutor | ১ | ৩০ বছরের মধ্যে |
44 | Laboratory Attendant | ১৬ | ১৮ থেকে ২৫ বছরের মধ্যে |
45 | Animal Attendant | ১ | ৩০ বছরের মধ্যে |
46 | Museum Assistant | ১ | ৩০ বছরের মধ্যে |
47 | Nursing Officer | ১৬ | ৩০ বছরের মধ্যে |
48 | Junior Psychiatric Social Welfare Officer | ১ | ৩০ বছরের মধ্যে |
49 | Tailor | ১ | ১৮ থেকে ২৫ বছরের মধ্যে |
50 | Cane Worker | ১ | ১৮ থেকে ২৫ বছরের মধ্যে |
51 | Radiographer | ১ | ১৮ থেকে ২৫ বছরের মধ্যে |
52 | Staff Car Driver (Ordinary Grade) | ১ | ১৮ থেকে ২৫ বছরের মধ্যে |
53 | Dietician | ২ | ৩০ বছরের মধ্যে |
54 | Pharmacist | ১ | ১৪ থেকে ২৮ বছরের মধ্যে |
55 | Laboratory Assistant | ২ | ২৫ বছরের মধ্যে |
56 | HMTS general Others (Ward Boy) | ৫ | ১৮ থেকে ২৫ বছরের মধ্যে |
57 | HMTS Dietary (Kitchen Staff) | ২১ | ১৮ থেকে ২৫ বছরের মধ্যে |
58 | HMTS Sanitation (Safai karmchari) | ১০ | ১৮ থেকে ২৫ বছরের মধ্যে |
59 | Pharmacist cum Clerk | ২৯ | ১৮ থেকে ২৫ বছরের মধ্যে |
60 | Radiotherapy Technician | ৩ | ৩০ বছরের মধ্যে |
61 | Supervisor Maintenance | ৫ | ৩০ বছরের মধ্যে |
62 | Ward Master | ৩ | ৩০ বছরের মধ্যে |
63 | Accountant | ৩ | ৩০ বছরের মধ্যে |
64 | Assistant Accounts Officer | ২ | ৪০ বছরের মধ্যে |
বয়সের ছাড়
উপরের বর্ণনা অনুযায়ী প্রতিটি পদের জন্য নির্দিষ্ট বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবে। তবে এক্ষেত্রে বয়সের কিছু ছাড় দেওয়া হয়েছে নিম্নে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
ক্যাটাগরির নাম | বয়সের ছাড় |
SC/ ST | ৫ বছর |
OBC | ৩ বছর |
Ex-Servicemen | ৩ বছর |
PWBD | ১০ বছর (15 years for SC/ST and 13 years for OBC candidates) |
Government servants | ৫ বছর |
বেতন (Salary)
পদের ভিত্তিতে প্রার্থীদের বিভিন্ন প্রকার লেভেল অনুযায়ী বেতন দেওয়া হবে নিম্নে পে লেভেল অনুযায়ী বেতনের বিস্তারিত বর্ণনা দেওয়া হল।
Pay Level–1(Rs.18,000 to 56,900), Pay Level -2 (Rs.19,900 to 63,200), Pay Level -3 (Rs.21,700 to 69,100), Pay Level -4 (Rs.25,500 to 81,100), Pay Level-5 (Rs. 29,200-92,300), Pay Level-6 (Rs. 35,400-1,12,400) এবং Pay Level-7 (Rs. 44900-1,42,400).
আবেদন প্রক্রিয়া (Application Process)
সংশ্লিষ্ট পদ আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। আপনাদের সুবিধার্থে নিচের আবেদনের লিংক দিয়ে দেওয়া হলো। সেখানে ক্লিক করে আবেদন পত্রটি ডাউনলোড করতে হবে এবং নিজের উপযুক্ত তথ্য সহকারে সেটি পূরণ করতে হবে। আপনার নিজের স্বাক্ষর ও পাসপোর্ট সাইজের একটি ফটো আপলোড করতে হবে পাসপোর্ট সাইজের ফটোটি তিন মাসের বেশি পুরনো হওয়া যাবে না। এরপর নিজের প্রয়োজনীয় নথিপত্রগুলি এর সঙ্গে আপলোড করতে হবে। সবশেষে নির্ধারিত আবেদন ফি প্রদান করে ফাইনাল সাবমিট করতে হবে।
গুরুত্বপূর্ণ নথিপত্র (Important Documents)
সংশ্লিষ্ট পদে আবেদন করতে যেসব নথিপত্র গুলি লাগবে সেগুলো হলো নিম্নরূপ-
- ভর্তির শংসাপত্র / অ্যাডমিট কার্ড
- শিক্ষাগত যোগ্যতা
- জাতি শংসাপত্র [SC/ST/OBC (NCL)/EWS
- অভিজ্ঞতা সার্টিফিকেট এবং অক্ষমতা শংসাপত্র
- জন্ম সনদ
- আধার কার্ড/ ই-আধারের প্রিন্টআউট
- ভোটার আইডি কার্ড
- ড্রাইভিং লাইসেন্স
- প্যান কার্ড
- পাসপোর্ট
- বিশ্ববিদ্যালয়/কলেজ/স্কুল কর্তৃক ইস্যুকৃত আইডি কার্ড
- নিয়োগকর্তা আইডি কার্ড (সরকারি/পিএসইউ)
- প্রতিরক্ষা মন্ত্রক কর্তৃক জারি করা প্রাক্তন সেনা সদস্যের ডিসচার্জ বই
- পাসপোর্ট সাইজ ছবি
- কেন্দ্রীয়/রাজ্য সরকার কর্তৃক ইস্যু করা অন্য কোনো ছবিযুক্ত আইডি কার্ড
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
আবেদনকারী প্রার্থীদের নির্বাচন করা হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে।
পরীক্ষার সেন্টার
আবেদনকারী প্রার্থী যারা সংশ্লিষ্ট পদে চাকরির জন্য আবেদন করবে তাদের একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষার সেন্টার ভারতের কয়েকটি স্থানে নির্ধারণ করা হয়েছে। Delhi & NCR, Chennai, Bangalore, Mumbai, Lucknow, Ranchi, Chandigarh, Guwahati and Kolkata এই স্থানগুলিতে পরীক্ষার সেন্টার নির্ধারণ করা হয়েছে।
আবেদন ফি
আবেদন ফি হিসেবে প্রত্যেক প্রার্থীকে ৬০০ টাকা প্রদান করতে হবে। মহিলা প্রার্থী এবং তফসিলি জাতি (SC), তফসিলি উপজাতি (ST) এবং PwBD-এর অন্তর্গত প্রার্থীরা রিজার্ভেশনের জন্য যোগ্যদের ফি প্রদান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
প্রতিটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা দেওয়া হয়েছে। শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে সম্পূর্ণ জানতে আবেদনের অফিসিয়াল নোটিসটি ভালোভাবে পড়ার অনুরোধ করছি।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ (Important Dates)
আবেদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তারিখগুলি নিচে উল্লেখ করা হলো-
অনলাইন আবেদন জমা দেওয়ার তারিখ | ১০.১১.২০২৩ থেকে ৩০.১১.২০২৩ তারিখ পর্যন্ত |
অনলাইন আবেদনপত্র প্রাপ্তির শেষ তারিখ এবং সময় | ৩০.১১.২০২৩ (২৩:৪৫) |
অনলাইন ফি প্রদানের শেষ তারিখ এবং সময় | ০১.১২.২০২৩ (২৩:০০) |
CBT-এর জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করার অস্থায়ী তারিখ | CBT ডিসেম্বর, ২০২৩ এর ১ম সপ্তাহ |
কম্পিউটার ভিত্তিক পরীক্ষার সময়সূচী | ডিসেম্বর, ২০২৪ এর ২য় সপ্তাহ |
পদমর্যাদার তালিকা ঘোষণার অস্থায়ী তারিখ | ডিসেম্বর ২০২৩ এর ৩য় সপ্তাহ |
সফল প্রার্থীদের শংসাপত্রের নথি যাচাইয়ের জন্য অস্থায়ী তারিখ | ২০২৩ সালের ডিসেম্বরের ৪ তম সপ্তাহ |
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ)
🔥আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉 | 🔥যুক্ত হন |
Official Notice Link👉 | এখানে দেখুন |
Apply online 👉 | এখানে দেখুন |
আরও পড়ুন:
👉 মাধ্যমিক পাশে ২,০০০ শূন্য পদে ডাক বিভাগে চাকরির সুযোগ, বিস্তারিত দেখুন
👉 ৭০,০০০ টাকা বেতনে সরাসরি বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, এইভাবে আবেদন করুন | National Forensic Sciences University Recruitment 2023
FAQ
Q. স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Ministry of Health & Family Welfare)-এর তরফ থেকে কোন পদে কর্মী নিয়োগ করা হবে?
Ans: গ্রুপ সি ও গ্রুপ বি-এর বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।
Q. স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Ministry of Health & Family Welfare)-এর তরফ থেকে মোট কতগুলি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
Ans: মোট ৪৮৭ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
Q. স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Ministry of Health & Family Welfare)-এর তরফ থেকে সংশ্লিষ্ট পদে আবেদন করার শেষ তারিখ কবে?
Ans: আবেদন করার শেষ তারিখ হল ১১ নভেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত।