স্বাস্থ্য ওপরিবার কল্যাণ মন্ত্রকের অধীনে চাকরির সুযোগ (Ministry of Health & Family Welfare Recruitment 2023)

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

বেকার অবস্থায় হন্যে হয়ে ঘুরে বেড়ানোর দিন শেষ। এবার চাকরিপ্রার্থীদের জন্য দারুন সুখবর। প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ হতে চলেছে। আপনি যদি বেকার অবস্থায় ঘুরে বেড়ান তাহলে আপনার জন্য এই সুযোগটি দারুন গুরুত্বপূর্ণ। বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে একাধিক পদে কর্মী নিয়োগ হচ্ছে। ভারতের যেকোনো স্থান থেকে চাকরি প্রার্থীরা এতে আবেদন করতে পারবে।

Directorate General of Health Services-এর তত্ত্বাবধানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Ministry of Health & Family Welfare)-এর তরফ থেকে একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য সকল প্রার্থীদের আহ্বান জানানো হয়েছে। যোগ্য প্রার্থীরা সকলে আবেদন করতে পারবে। নিম্নে এই পদের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organization)

Directorate General of Health Services-এর তত্ত্বাবধানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Ministry of Health & Family Welfare)-এর তরফ থেকে একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদের নাম (Name of the Post)

Directorate General of Health Services-এর তত্ত্বাবধানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Ministry of Health & Family Welfare)-এর তরফ থেকে যে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল নিম্নরূপ-

  1. Research Assistant
  2. Technician
  3. Laboratory Attendant
  4. Research Assistant
  5. Laboratory Assistant Grade II
  6. Insect Collector
  7. Technician
  8. Laboratory Attendant
  9. Laboratory technician
  10. Health Inspector
  11. Field Worker
  12. Library & Information Assistant
  13. Library Clerk
  14. Physiotherapist
  15. Medical social Welfare officer
  16. X -Ray Technician
  17. Medical Laboratory Technologist
  18. Instructor (VTW) Fitter trade
  19. Junior Medical Laboratory Technologist
  20. Pressing Man
  21. Technical Assistant (Surgical)
  22. Animal Attendant
  23. Laboratory Attendant
  24. Library Clerk
  25. Library Attendant
  26. Nursing Officer(Staff Nurse)
  27. Cook
  28. Assistant Physiotherapist
  29. Para Medical Worker
  30. Kitchen Assistant
  31. Medical Lab Technologist (Technical Assistant)
  32. Medical Laboratory Technologist
  33. Assistant Physiotherapist
  34. Fitter Electrician
  35. Cook -cum -Kitchen Assistant
  36. Para Medical Worker
  37. Tailor
  38. Laboratory Attendant
  39. Technician
  40. Boiler Attendant
  41. Workshop Attendant
  42. Demonstrator (Bio – Chemistry & Nutrition)
  43. Sister Tutor
  44. Laboratory Attendant
  45. Animal Attendant
  46. Museum Assistant
  47. Nursing Officer
  48. Junior Psychiatric Social Welfare Officer
  49. Tailor
  50. Cane Worker
  51. Radiographer
  52. Staff Car Driver (Ordinary Grade)
  53. Dietician
  54. Pharmacist
  55. Laboratory Assistant
  56. HMTS general Others (Ward Boy)
  57. HMTS Dietary (Kitchen Staff)
  58. HMTS Sanitation (Safai karmchari)
  59. Pharmacist cum Clerk
  60. Radiotherapy Technician
  61. Supervisor Maintenance
  62. Ward Master
  63. Accountant
  64. Assistant Accounts Officer

মোট শূন্যপদ ও বয়সসীমা (Total Vacancy & Age limit)

ক্যাটাগরি অনুযায়ী প্রত্যেকটি পদের আলাদা আলাদা শূন্য পদ রয়েছে। নিম্নে পদ অনুযায়ী শূন্য পদের বিবরণ বিস্তারিতভাবে আলোচনা করা হলো।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now
ক্রমিক নম্বরপদের নামমোট শূন্যপদ বয়সসীমা
1Research Assistant৩০ বছর
2Technician১৮ থেকে ২৫ বছরের মধ্যে
3Laboratory Attendant১৮ থেকে ২৫ বছরের মধ্যে
4Research Assistant৩০ বছর
5Laboratory Assistant Grade II১৮ থেকে ২৭ বছরের মধ্যে
6Insect Collector১৮ থেকে ২৭ বছরের মধ্যে
7Technician১৮ থেকে ২৭ বছরের মধ্যে
8Laboratory Attendant১৮ থেকে ২৫ বছরের মধ্যে
9Laboratory technician১৮ থেকে ২৭ বছরের মধ্যে
10Health Inspector৭৩৩০ বছরের মধ্যে
11Field Worker১২৬১৮ থেকে ২৫ বছরের মধ্যে
12Library & Information Assistant৩০ বছরের মধ্যে
13Library Clerk১৮ থেকে ২৫ বছরের মধ্যে
14Physiotherapist২৫ বছরের মধ্যে
15Medical social Welfare officer৩০ বছরের মধ্যে
16X -Ray Technician১৮ থেকে ২৫ বছরের মধ্যে
17Medical Laboratory Technologist২০ থেকে ২৫ বছরের মধ্যে
18Instructor (VTW) Fitter trade১৮ থেকে ২৭ বছরের মধ্যে
19Junior Medical Laboratory Technologist১৮ থেকে ২৫ বছরের মধ্যে
20Pressing Man১৮ থেকে ২৫ বছরের মধ্যে
21Technical Assistant (Surgical)৩০ বছরের মধ্যে
22Animal Attendant১৮ থেকে ২৫ বছরের মধ্যে
23Laboratory Attendant১৮ থেকে ২৫ বছরের মধ্যে
24Library Clerk১৮ থেকে ২৫ বছরের মধ্যে
25Library Attendant১৮ থেকে ২৫ বছরের মধ্যে
26Nursing Officer(Staff Nurse)২৫ বছরের মধ্যে
27Cook১৮ থেকে ২৫ বছরের মধ্যে
28Assistant Physiotherapist১৮ থেকে ২৭ বছরের মধ্যে
29Para Medical Worker১৮ থেকে ২৭ বছরের মধ্যে
30Kitchen Assistant১৮ থেকে ২৫ বছরের মধ্যে
31Medical Lab Technologist (Technical Assistant)১৮ থেকে ২৫ বছরের মধ্যে
32Medical Laboratory Technologist২৫ বছরের মধ্যে
33Assistant Physiotherapist১৮ থেকে ২৫ বছরের মধ্যে
34Fitter Electrician১৮ থেকে ২৫ বছরের মধ্যে
35Cook -cum -Kitchen Assistant১৮ থেকে ২৭ বছরের মধ্যে
36Para Medical Worker১৮ থেকে ২৫ বছরের মধ্যে
37Tailor১৮ থেকে ২৭ বছরের মধ্যে
38Laboratory Attendant৭০১৮ থেকে ২৭ বছরের মধ্যে
39Technician১৮ থেকে ২৭ বছরের মধ্যে
40Boiler Attendant১৮ থেকে ২৭ বছরের মধ্যে
41Workshop Attendant১৮ থেকে ২৫ বছরের মধ্যে
42Demonstrator (Bio – Chemistry & Nutrition)৩৫ বছরের মধ্যে
43Sister Tutor৩০ বছরের মধ্যে
44Laboratory Attendant১৬১৮ থেকে ২৫ বছরের মধ্যে
45Animal Attendant৩০ বছরের মধ্যে
46Museum Assistant৩০ বছরের মধ্যে
47Nursing Officer১৬৩০ বছরের মধ্যে
48Junior Psychiatric Social Welfare Officer৩০ বছরের মধ্যে
49Tailor১৮ থেকে ২৫ বছরের মধ্যে
50Cane Worker১৮ থেকে ২৫ বছরের মধ্যে
51Radiographer১৮ থেকে ২৫ বছরের মধ্যে
52Staff Car Driver (Ordinary Grade)১৮ থেকে ২৫ বছরের মধ্যে
53Dietician৩০ বছরের মধ্যে
54Pharmacist১৪ থেকে ২৮ বছরের মধ্যে
55Laboratory Assistant২৫ বছরের মধ্যে
56HMTS general Others (Ward Boy)১৮ থেকে ২৫ বছরের মধ্যে
57HMTS Dietary (Kitchen Staff)২১১৮ থেকে ২৫ বছরের মধ্যে
58HMTS Sanitation (Safai karmchari)১০১৮ থেকে ২৫ বছরের মধ্যে
59Pharmacist cum Clerk২৯১৮ থেকে ২৫ বছরের মধ্যে
60Radiotherapy Technician৩০ বছরের মধ্যে
61Supervisor Maintenance৩০ বছরের মধ্যে
62Ward Master৩০ বছরের মধ্যে
63Accountant৩০ বছরের মধ্যে
64Assistant Accounts Officer৪০ বছরের মধ্যে

বয়সের ছাড়

উপরের বর্ণনা অনুযায়ী প্রতিটি পদের জন্য নির্দিষ্ট বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবে। তবে এক্ষেত্রে বয়সের কিছু ছাড় দেওয়া হয়েছে নিম্নে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

ক্যাটাগরির নামবয়সের ছাড়
SC/ ST৫ বছর
OBC৩ বছর
Ex-Servicemen৩ বছর
PWBD১০ বছর (15 years for SC/ST and 13 years for OBC candidates)
Government servants৫ বছর

বেতন (Salary)

পদের ভিত্তিতে প্রার্থীদের বিভিন্ন প্রকার লেভেল অনুযায়ী বেতন দেওয়া হবে নিম্নে পে লেভেল অনুযায়ী বেতনের বিস্তারিত বর্ণনা দেওয়া হল।

Pay Level–1(Rs.18,000 to 56,900), Pay Level -2 (Rs.19,900 to 63,200), Pay Level -3 (Rs.21,700 to 69,100), Pay Level -4 (Rs.25,500 to 81,100), Pay Level-5 (Rs. 29,200-92,300), Pay Level-6 (Rs. 35,400-1,12,400) এবং Pay Level-7 (Rs. 44900-1,42,400).

আবেদন প্রক্রিয়া (Application Process)

সংশ্লিষ্ট পদ আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। আপনাদের সুবিধার্থে নিচের আবেদনের লিংক দিয়ে দেওয়া হলো। সেখানে ক্লিক করে আবেদন পত্রটি ডাউনলোড করতে হবে এবং নিজের উপযুক্ত তথ্য সহকারে সেটি পূরণ করতে হবে। আপনার নিজের স্বাক্ষর ও পাসপোর্ট সাইজের একটি ফটো আপলোড করতে হবে পাসপোর্ট সাইজের ফটোটি তিন মাসের বেশি পুরনো হওয়া যাবে না। এরপর নিজের প্রয়োজনীয় নথিপত্রগুলি এর সঙ্গে আপলোড করতে হবে। সবশেষে নির্ধারিত আবেদন ফি প্রদান করে ফাইনাল সাবমিট করতে হবে।

গুরুত্বপূর্ণ নথিপত্র (Important Documents)

সংশ্লিষ্ট পদে আবেদন করতে যেসব নথিপত্র গুলি লাগবে সেগুলো হলো নিম্নরূপ-

  1. ভর্তির শংসাপত্র / অ্যাডমিট কার্ড
  2. শিক্ষাগত যোগ্যতা
  3. জাতি শংসাপত্র [SC/ST/OBC (NCL)/EWS
  4. অভিজ্ঞতা সার্টিফিকেট এবং অক্ষমতা শংসাপত্র
  5. জন্ম সনদ
  6. আধার কার্ড/ ই-আধারের প্রিন্টআউট
  7. ভোটার আইডি কার্ড
  8. ড্রাইভিং লাইসেন্স
  9. প্যান কার্ড
  10. পাসপোর্ট
  11. বিশ্ববিদ্যালয়/কলেজ/স্কুল কর্তৃক ইস্যুকৃত আইডি কার্ড
  12. নিয়োগকর্তা আইডি কার্ড (সরকারি/পিএসইউ)
  13. প্রতিরক্ষা মন্ত্রক কর্তৃক জারি করা প্রাক্তন সেনা সদস্যের ডিসচার্জ বই
  14. পাসপোর্ট সাইজ ছবি
  15. কেন্দ্রীয়/রাজ্য সরকার কর্তৃক ইস্যু করা অন্য কোনো ছবিযুক্ত আইডি কার্ড

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

আবেদনকারী প্রার্থীদের নির্বাচন করা হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে।

পরীক্ষার সেন্টার

আবেদনকারী প্রার্থী যারা সংশ্লিষ্ট পদে চাকরির জন্য আবেদন করবে তাদের একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষার সেন্টার ভারতের কয়েকটি স্থানে নির্ধারণ করা হয়েছে। Delhi & NCR, Chennai, Bangalore, Mumbai, Lucknow, Ranchi, Chandigarh, Guwahati and Kolkata এই স্থানগুলিতে পরীক্ষার সেন্টার নির্ধারণ করা হয়েছে।

আবেদন ফি

আবেদন ফি হিসেবে প্রত্যেক প্রার্থীকে ৬০০ টাকা প্রদান করতে হবে। মহিলা প্রার্থী এবং তফসিলি জাতি (SC), তফসিলি উপজাতি (ST) এবং PwBD-এর অন্তর্গত প্রার্থীরা রিজার্ভেশনের জন্য যোগ্যদের ফি প্রদান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

প্রতিটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা দেওয়া হয়েছে। শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে সম্পূর্ণ জানতে আবেদনের অফিসিয়াল নোটিসটি ভালোভাবে পড়ার অনুরোধ করছি।

Ministry of Health & Family Welfare Recruitment 2023

গুরুত্বপূর্ণ তারিখসমূহ (Important Dates)

আবেদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তারিখগুলি নিচে উল্লেখ করা হলো-

অনলাইন আবেদন জমা দেওয়ার তারিখ১০.১১.২০২৩ থেকে ৩০.১১.২০২৩ তারিখ পর্যন্ত
অনলাইন আবেদনপত্র প্রাপ্তির শেষ তারিখ এবং সময়৩০.১১.২০২৩ (২৩:৪৫)
অনলাইন ফি প্রদানের শেষ তারিখ এবং সময়০১.১২.২০২৩ (২৩:০০)
CBT-এর জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করার অস্থায়ী তারিখ CBT ডিসেম্বর, ২০২৩ এর ১ম সপ্তাহ
কম্পিউটার ভিত্তিক পরীক্ষার সময়সূচীডিসেম্বর, ২০২৪ এর ২য় সপ্তাহ
পদমর্যাদার তালিকা ঘোষণার অস্থায়ী তারিখডিসেম্বর ২০২৩ এর ৩য় সপ্তাহ
সফল প্রার্থীদের শংসাপত্রের নথি যাচাইয়ের জন্য অস্থায়ী তারিখ২০২৩ সালের ডিসেম্বরের ৪ তম সপ্তাহ

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ)

🔥আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥যুক্ত হন
Official Notice Link👉এখানে দেখুন
Apply online 👉এখানে দেখুন

আরও পড়ুন:

👉 জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে নিয়োগ চলছে, বেতন ৩৯,১০০ টাকা পর্যন্ত (NATIONAL Highways Authority of India Recruitment 2023)

👉 মাধ্যমিক পাশে ২,০০০ শূন্য পদে ডাক বিভাগে চাকরির সুযোগ, বিস্তারিত দেখুন

👉 ৭০,০০০ টাকা বেতনে সরাসরি বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, এইভাবে আবেদন করুন | National Forensic Sciences University Recruitment 2023

👉 ৭০,০০০ টাকা বেতনে সরাসরি বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, এইভাবে আবেদন করুন | National Forensic Sciences University Recruitment 2023

FAQ

Q. স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Ministry of Health & Family Welfare)-এর তরফ থেকে কোন পদে কর্মী নিয়োগ করা হবে?

Ans: গ্রুপ সি ও গ্রুপ বি-এর বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।

Q. স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Ministry of Health & Family Welfare)-এর তরফ থেকে মোট কতগুলি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

Ans: মোট ৪৮৭ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

Q. স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Ministry of Health & Family Welfare)-এর তরফ থেকে সংশ্লিষ্ট পদে আবেদন করার শেষ তারিখ কবে?

Ans: আবেদন করার শেষ তারিখ হল ১১ নভেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত।

Sarmin Rima

সারমিন রিমা (Sarmin Rima) Bong Hunt-এর একজন সদস্য। বাংলা ভাষা ও সাহিত্যে তিনি স্নাতকোত্তর (M.A)। পড়াশুনা করেছেন সাংবাদিকতা নিয়েও। এছাড়াও বিভিন্ন ডিজিটাল মাধ্যমে তাঁর বিগত ৩ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা রয়েছে। শিক্ষা, চাকরি, সরকারি প্রকল্প সহ বিভিন্ন বিষয়ে লেখায় তিনি সিদ্ধহস্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *