বাড়িতে AC থাকলে অবশ্যই এই জিনিসটি পরীক্ষা করুন, তা না হলেই জরিমানা!

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

এই প্রচন্ড তাপপ্রবাহের দিনে স্বস্তি প্রদানকারী বস্তুই যখন সমস্যার কারণ হয়ে ওঠে তখন শান্তিতে ঘুমানো অনেক কষ্টকর হয়ে যায়। সেজন্য বর্তমানে যাদের বাড়িতে AC রয়েছে এবং যারা এর মধ্যে AC কেনার কথা ভাবছেন তারা প্রথমেই তাদের বাড়িতে বিদ্যুৎ মিটারের ক্ষমতা বর্ধিত করুন। অন্যথায় আপনার জন্য AC-এর ঠান্ডা বাতাস আরামের সাথেসাথেই বয়ে আনবে বিশাল অঙ্কের জরিমানা।

বিদ্যুৎ দপ্তরে তরফ থেকে কনৌজের বিভিন্ন অঞ্চলে বিশেষ চেকিং চালানো হচ্ছে। এই পরিস্থিতিতে আপনার বাড়িতে যদি নির্দেশিত ওয়াটের নিচে মিটার পাওয়া যায় তবে সমস্যায় পড়তে পারেন আপনি। সেজন্য যদি আপনি বাড়িতে AC চালাতে চান তবে আপনার মিটারের ক্ষমতা ৩ কিলোওয়াট অবধি বর্ধিত করতে হবে অথবা ৩ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন মিটার বাড়িতে বসাতে হবে।

এই সময় জেলায় প্রায় ২ লক্ষ ৭৭ হাজার গ্রাহকের বাড়িতে রয়েছে বিদ্যুৎ কানেকশন। তবে এর মধ্যে বেশিরভাগ গ্রাহকের বৈদ্যুতিক মিটার ২ কিলোওয়াট বা তার কম ক্ষমতা সম্পন্ন। যদিও একটি AC ব্যবহারের জন্য প্রয়োজন ৩ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক মিটার। ২টি AC চালাতে প্রয়োজন ৫ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন মিটারের।

বিদ্যুৎ চুরি, ওভারলোডিং এবং ত্রুটি সমস্যা বৃদ্ধি পেয়েছে, এই নিয়ে নানা অভিযোগ জমা পড়েছে বৈদ্যুতিক বিভাগগুলিতে। সেজন্য গ্রীষ্মকালে বিদ্যুৎ বিভাগের তরফ থেকে চালানো হবে একটু বিশেষ চেকিং অভিযান। সেজন্য যে সমস্ত গ্রাহকরা AC ব্যবহার করেন তাদের ওপর বিশেষ নজর রাখা হবে। AC ব্যবহারকারী গ্রাহকদের মিটারের মান নির্দেশিত আছে কিনা সেটি খতিয়ে দেখা হবে। বৈদ্যুতিক সমস্যার সমাধানের জন্যই এই চেকিং অভিযান চালানো হবে।

আরও পড়ুন: Vastu Tips for Money Purse: এই ৫ জিনিস মানিব্যাগে অবশ্যই রাখুন,টাকা আসবে হু হু করে! অভাব হবে না

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

অফিসারদের মতামত:

ইঞ্জিনিয়ার মগন সিং বলেন, জেলায় সকল বিদ্যুৎ বিভাগে দল নিয়োগ করা হয়েছে। যে সমস্ত গ্রাহকের বাড়িতে এসি রয়েছে সেখানে মিটারের মান নির্দিষ্ট রয়েছে কিনা তা যাচাই করা হবে এবং পর্যাপ্ত ক্ষমতা সম্পন্ন মিটার না থাকলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সেজন্যই এসি ব্যবহারকারীদের বলা হচ্ছে যে নির্দেশিত মান অনুযায়ী বৈদ্যুতিক মিটারের ক্ষমতা বৃদ্ধি করতে হবে। তা না হলে জরিমানার সঙ্গে আইনি ব্যবস্থা নেওয়া হবে ঐ সকল AC ব্যবহারকারীদের জন্য।

আরও পড়ুন: Double Money: টাকা হয়ে যাবে ডবল! এই স্কিমে ৩ লাখ টাকা রাখলে পাবেন ৬ লাখ টাকা, দেখে নিন হিসেব

গুরুত্বপূর্ণ লিংক

WhatsApp গ্রুপে যুক্ত হন