রাজ্যে বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ চলছে, বিস্তারিত জেনে নিন (WBSETCL Job Recruitment 2024)

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

WBSETCL Job Recruitment 2024: West Bengal State Eletricity Transmission Company Limited-এর তরফ থেকে Graduate Apprentice (Electrical) ও Technician Apprentice (Electrical) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উভয় পদ মিলিয়ে মোট ৬৭ টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। প্রার্থীদের জন্য ট্রেনিং এর ব্যবস্থাও রয়েছে। এই পদের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)

West Bengal State Electricity Transmission Company Limited-এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদের নাম (Name of the Post)

যেসব পদে কর্মী নিয়োগ করা হবে তা হল নিম্নরূপ-

১) Graduate Apprentice (Electrical)

২) Technician Apprentice (Electrical)

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

মোট শূন্যপদ (Total Vacancy)

Graduate Apprentice (Electrical) পদে শূন্য পদ রয়েছে ১৩ টি। অন্যদিকে Technician Apprentice (Electrical) পদে শূন্য পদ রয়েছে ৫৪ টি। উভয় পদ মিলিয়ে মোট ৬৭ টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।

আরও পড়ুন: ৫,০০০ টাকা এই প্রকল্পে দিচ্ছে রাজ্য সরকার, কারা কী ভাবে আবেদন করবেন?

বয়সসীমা (Age Limit)

০১.০১.২০২৩ তারিখ অনুযায়ী Graduate Apprentice (Electrical) পদের জন্য আবেদনকারী প্রার্থীর বয়স নূন্যতম ২২ বছর হতে হবে। আর Technician Apprentice (Electrical) পদের জন্য প্রার্থীদের বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।

বেতন (Salary)

Graduate Apprentice (Electrical) পদে নিয়োগকারী প্রার্থীদের মাসিক ৯ হাজার টাকা করে বেতন প্রদান করা হবে। অন্যদিকে Technician Apprentice (Electrical) পদে নিয়োগকারী প্রার্থীদের মাসিক ৮ হাজার টাকা করে বেতন প্রদান করা হবে।

আরও পড়ুন: মাত্র ১০,০০০ টাকায় Realme আনতে চলেছে 6GB RAM এবং 256GB মেমরি সহ মোবাইল! জেনে নিন বিস্তারিত

আবেদন প্রক্রিয়া (Application Process)

এই চাকরির পদে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে এর নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট nats.education.gov.in এ।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

সংশ্লিষ্ট পদে চাকরির জন্য যারা আবেদন করবে তাদের একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে সে লিখিত পরীক্ষার নম্বর তুলবে সেই অনুযায়ী একটি মেরিট লিস্ট এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এরপর প্রার্থীদের একটি ডকুমেন্টস ভেরিফিকেশন (Documents Verification) নেওয়া হবে সল্টলেক বিদ্যুৎ ভবনে (WBSETCL)। যারা উত্তীর্ণ হবে তাদের নির্বাচন করে পদে নিয়োগ করা হবে। প্রার্থীদের নির্দিষ্ট পদে নিয়োগের আগে ট্রেনিং দেওয়া হবে।

আরও পড়ুন: ভারতে শীঘ্রই লঞ্চ হতে চলেছে Vivo X Fold 3, জেনে নিন এর স্পেসিফিকশন সহ বিস্তারিত

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)

AICTE স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে প্রার্থীদের Electrical Engineering-এর ৪ বছরের শিক্ষাগত যোগ্যতার ডিগ্রী থাকতে হবে।

আবেদনের শেষ তারিখ (Last date of application)

এই পদে আবেদনের কাজ শুরু হয়েছে ০৬.০৩.২০২৪ তারিখ থেকে। এই কাজ চলবে ২৭.০৩.২০২৪ বিকেল ০৪:০০ pm এ।

গুরুত্বপূর্ন লিংক (Important Links)

WhatsApp গ্রুপে যুক্ত হনযুক্ত হন

Sarmin Rima

সারমিন রিমা (Sarmin Rima) Bong Hunt-এর একজন সদস্য। বাংলা ভাষা ও সাহিত্যে তিনি স্নাতকোত্তর (M.A)। পড়াশুনা করেছেন সাংবাদিকতা নিয়েও। এছাড়াও বিভিন্ন ডিজিটাল মাধ্যমে তাঁর বিগত ৩ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা রয়েছে। শিক্ষা, চাকরি, সরকারি প্রকল্প সহ বিভিন্ন বিষয়ে লেখায় তিনি সিদ্ধহস্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *