৪৪,০০০ টাকা বেতনে ইলেকশন কমিশন অফিসে চাকরির সুযোগ, জানুন বিস্তারিত | Election Commission Office Recruitment 2023

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

ইলেকশন কমিশন অফিসের (Election Commission Office Recruitment 2023) তরফ থেকে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনি যদি ভালো একটি চাকরির খোঁজ করে থাকেন তাহলে এটি আপনার জন্য যথার্থ। নিম্নে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো।

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥যুক্ত হন

নির্বাচন কমিশন অফিস নিয়োগ 2023: নিয়োগকারী সংস্থার নাম (Election Commission Office Recruitment 2023: Name of the Recruitment Organization)

BECIL এর পক্ষ থেকে ইলেকশন তথা নির্বাচন কমিশন অফিসে কর্মী নিয়োগ করা হবে।

নির্বাচন কমিশন অফিস নিয়োগ 2023: পদের নাম (Election Commission Office Recruitment 2023: Name of the Post)

এক্ষেত্রে নির্বাচন কমিশন অফিসের দুটি পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল নিম্নরূপ-

  • কনসালট্যান্ট/ ডেটা অ্যানালিস্ট (Consultant/Data Analyst)
  • জুনিয়র কনসালট্যান্ট (Junior Consultant)

নির্বাচন কমিশন অফিস নিয়োগ 2023: বয়সসীমা (Election Commission Office Recruitment 2023: Age limit)

উভয় পদে আবেদন করতে গেলে প্রার্থীর বয়স ২১ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।

নির্বাচন কমিশন অফিস নিয়োগ 2023: বেতন (Election Commission Office Recruitment 2023: Salary)

কনসালট্যান্ট/ ডেটা অ্যানালিস্ট পদে নিয়োগকৃত সকল প্রার্থীদের মাসিক ৫৯,০০০ টাকা(৫০,০০০+৯০০০TA)। আবার অন্যদিকে জুনিয়র কনসালট্যান্ট পদে যাদের নিয়োগ করা হবে তাদের মাসিক ৪৪,০০০ টাকা (৩৫,০০০+৯০০০TA) দেওয়া হবে।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

নির্বাচন কমিশন অফিস নিয়োগ 2023: আবেদন প্রক্রিয়া (Election Commission Office Recruitment 2023: Application Process)

এই পদে আবেদন করতে হলে অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে। অনলাইনে আবেদনের পদ্ধতিগুলি নিম্নে বলে দেওয়া হলো-

  • আবেদনের জন্য প্রথমে আপনাকে BECIL – এর অফিসিয়াল ওয়েবসাইট http://www.becil.com. যেতে হবে।
  • সেখান থেকে ‘Careers Section’ এ গিয়ে ‘Registration Form (Online)’ -এ ক্লিক করতে হবে।
  • এরপর রেজিস্ট্রেশন সম্পন্ন হলে অনলাইন ফর্ম প্রদর্শিত হবে।
  • নিজের যাবতীয় তথ্য দ্বারা সঠিক ও নির্ভুলভাবে ফর্মটি পূরণ করতে হবে।
  • সবশেষে আবেদন ফি জমা করতে হবে এবং সাবমিট করতে হবে।
  • ভবিষ্যতের জন্য এর একটি প্রিন্ট কপি নিজের কাছে রাখতে হবে।

আবেদনকারী প্রার্থীরা আবেদন করবে BECIL- এর www.becil.com ও https://becilregistration.in অফিশিয়াল ওয়েবসাইটে। এ দুটি ওয়েবসাইট ছাড়া অন্য কোথাও আবেদন করলে তা গ্রহণযোগ্য হবে না। তবে আবেদন করার ক্ষেত্রে আরও কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। আবেদন করার সময় কোন তথ্য যেন ভুল না দেওয়া হয়, কারণ ফাইনাল সাবমিশন হয়ে গেলে সেটি আর কারেকশন করা যাবে না। আর আপনার অ্যাপ্লিকেশন যদি গ্রহণযোগ্য না হয় তাহলে এর জন্য BECIL কোনভাবে দায়ী থাকবে না। আবেদনকারী প্রার্থীদের Skill Test বা Interview বা Interaction এর ব্যাপারে জানানো হবে ইমেইল অথবা টেলিফোনের মাধ্যমে।

নির্বাচন কমিশন অফিস নিয়োগ 2023: গুরুত্বপূর্ণ নথিপত্র (Election Commission Office Recruitment 2023: Important documents)

আবেদনের ক্ষেত্রে যে সমস্ত ডকুমেন্টস গুলি লাগবে সেগুলি হল নিম্নরূপ-

  • জন্ম সংসাপত্র/ মাধ্যমিকের সার্টিফিকেট
  • কাস্ট সার্টিফিকেট
  • এক কপি রঙিন পাসপোর্ট ছবি

নির্বাচন কমিশন অফিস নিয়োগ 2023: শিক্ষাগত যোগ্যতা (Election Commission Office Recruitment 2023: Education Qualification)

১) কনসালট্যান্ট/ ডেটা অ্যানালিস্ট (Consultant/Data Analyst) -এর শিক্ষাগত যোগ্যতাগুলি নিম্নে তুলে ধরা হলো

  • এই পদে আবেদন করতে হলে প্রার্থীকে ইউজিসি অনুমোদিত যেকোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ হতে হবে।
  • অথবা যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার বিজ্ঞান/তথ্য বিষয়ে স্নাতক ডিগ্রি প্রযুক্তি বা BE/B.Tech (IT/কম্পিউটার) ডিগ্রি থাকতে হবে।
  • এছাড়াও কম্পিউটার সহ পরিসংখ্যানগত সফটওয়্যার বিষয়ে জ্ঞান থাকতে হবে।
  • সরকারি ও বেসরকারি যে কোন সংস্থা থেকে কাজ বিষয়ক কম করে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

২) জুনিয়র কনসালট্যান্ট (Junior Consultant) – শিক্ষাগত যোগ্যতাগুলি নিম্নে তুলে ধরা হলো-

  • এই পদে আবেদন করতে হলে প্রার্থীকে ইউজিসি স্বীকৃত যে কোন বিশ্ববিদ্যালয় থেকে গণিত/পরিসংখ্যান/অর্থনীতি/সামাজিক বিজ্ঞান ইত্যাদি বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
  • এর সঙ্গে সঙ্গে কম্পিউটার ও পরিসংখ্যানগত সফটওয়্যার এর সম্পর্কে যাবতীয় জ্ঞান থাকতে হবে।
  • সরকারি ও বেসরকারি যে কোন সংস্থা থেকে কাজ বিষয়ক কম করে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • অন্যান্য যোগ্যতা হিসেবে ইংরেজিতে লেখার দক্ষতা থাকতে হবে।

দুটি পদে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসেবে আরো বিশদে আলোচনা আছে অফিশিয়াল নোটিশে। সেটি ফলো করার জন্য অনুরোধ করা হচ্ছে।

নির্বাচন কমিশন অফিস নিয়োগ 2023: আবেদন ফি (Election Commission Office Recruitment 2023: Application fee)

  • SC/ST ও EWS/PH-দের ৫৩১ টাকা আবেদন ফি লাগবে।
  • জেনারেল, মহিলা প্রার্থী, Ex-Serviceman ও OBC ক্যাটাগরির জন্য আবেদন ফি লাগবে ৮৮৫ টাকা লাগবে।

নির্বাচন কমিশন অফিস নিয়োগ 2023: গুরুত্বপূর্ণ তারিখসমূহ (Election Commission Office Recruitment 2023: Important Dates)

এই পদে আবেদনের শেষ তারিখ হল ৬ অক্টোবর ২০২৩ তারিখ পর্যন্ত।

Election Commission Office Recruitment 2023

নির্বাচন কমিশন অফিস নিয়োগ 2023: গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ (Election Commission Office Recruitment 2023: Important links)

এছাড়াও আবেদনের ব্যাপারে আরো বিস্তারিত জানতে হলে অফিশিয়াল ওয়েবসাইটটি ফলো করুন।

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥যুক্ত হন
Official Notice Link👉এখানে দেখুন
Official Website Link👉এখানে দেখুন
Apply Online👉আবেদন করুন

আরও পড়ুন:

👉 পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন দপ্তরে চাকরির সুযোগ, যোগ্যতা, আবেদন পদ্ধতি জেনে নিন

👉 উচ্চ মাধ্যমিক পাশে কনস্টেবল পদে নিয়োগ চলছে, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া জেনে নিন (SSC Constable Recruitment 2023)

👉 ২,৪০০ শূন্যপদে রেলে চাকরির সুযোগ, যোগ্যতা, আবেদন পদ্ধতি জেনে নিন | Central Railway Recruitment 2023

👉 মাধ্যমিক পাশে পোস্ট অফিসে গ্রুপ ডি কর্মী নিয়োগ চলছে, শীঘ্রই আবেদন করুন | Post Office Group D Recruitment 2023

👉 পাওয়ারগ্রিডের তরফে নিয়োগ চলছে, এই দিন পর্যন্ত চলবে আবেদন | Powergrid Recruitment 2023

FAQ
Q. নির্বাচন কমিশন অফিস নিয়োগে OBC প্রার্থীদের কত টাকা আবেদন ফি লাগবে?

Ans: নির্বাচন কমিশন অফিস নিয়োগ পদে কর্মী নিয়োগে OBC প্রার্থীদের ৮৮৫ টাকা আবেদন ফি লাগবে।

Q. নির্বাচন কমিশন অফিস নিয়োগে বয়সসীমা কত?

Ans: নির্বাচন কমিশন অফিস নিয়োগ পদে কর্মী নিয়োগের বয়সসীমা ২১ থেকে ৩৫ বছর।

Q: নির্বাচন কমিশন অফিস নিয়োগে আবেদনের শেষ তারিখ কবে?

Ans: নির্বাচন কমিশন অফিস নিয়োগ পদে কর্মী নিয়োগ পদে আবেদনের শেষ তারিখ ৬ অক্টোবর ২০২৩।

Sarmin Rima

সারমিন রিমা (Sarmin Rima) Bong Hunt-এর একজন সদস্য। বাংলা ভাষা ও সাহিত্যে তিনি স্নাতকোত্তর (M.A)। পড়াশুনা করেছেন সাংবাদিকতা নিয়েও। এছাড়াও বিভিন্ন ডিজিটাল মাধ্যমে তাঁর বিগত ৩ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা রয়েছে। শিক্ষা, চাকরি, সরকারি প্রকল্প সহ বিভিন্ন বিষয়ে লেখায় তিনি সিদ্ধহস্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *