WB Health Recruitment 2024: পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে প্রচুর নিয়োগ চলছে, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত জেনে নিন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের তরফে শিলিগুড়ি ডিস্ট্রিক হসপিটালে House Staff হিসেবে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অফলাইনে আবেদনের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা এই চাকরির পদে আবেদন করতে পারবে। নিম্নে এই পদের ব্যাপারে বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো-

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের তরফে শিলিগুড়ি ডিস্ট্রিক হসপিটালে House Staff পদে কর্মী নিয়োগ করা হবে।

পদের নাম (Name of the Post)

House Staff পদে কর্মী নিয়োগ করা হবে।

আবেদন প্রক্রিয়া (Application Process)

এই চাকরির পদে আবেদন করতে হলে প্রার্থীদের অফলাইন মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের ফর্ম পাওয়া যাবে এর নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট অথবা অফিসিয়াল নোটিশে। আবেদনের ফর্ম সঠিকভাবে পূরণ করার পর তার সঙ্গে কিছু প্রয়োজনীয় নথি যোগ করতে হবে। তারপর সবগুলো একটি খামের মধ্যে ভরে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে গিয়ে জমা করে আসতে হবে। ছুটির দিনে আবেদন জমা করা যাবে না এবং আবেদনপত্র জমা করতে হবে সকাল ১১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত।

প্রয়োজনীয় নথি (Important Documents)

এই চাকরিতে আবেদন করার জন্য যেসব নথি পত্র লাগবে সেগুলি হলো নিম্নরূপ-

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

১) প্যান কার্ড

২) আঁধার কার্ড

৩) MBBS এর মার্কশিট।

৪) MBBS ইন্টার্নশিপ সাটিফিকেট।

৫) মেডিকেল কাউন্সিল রেজিস্ট্রেশন সাটিফিকেট।

আবেদনের শেষ তারিখ (Last date of application)

এই চাকরির পদে আবেদনের কাজ শুরু হয়েছে ১৫/০৫/২০২৪ তারিখ থেকে এই আবেদন চলবে আগামী ২৫/০৫/২০২৪ তারিখ পর্যন্ত।

এছাড়াও আবেদন সংক্রান্ত আরো একাধিক তথ্য জানতে এর মূল অফিসিয়াল ওয়েবসাইট darjeeling.gov.in ও নোটিশ ফলো করুন।

গুরুত্বপূর্ন লিংক (Important Links)

WhatsApp গ্রুপে যুক্ত হনযুক্ত হন

আরও পড়ুন:

Sarmin Rima

সারমিন রিমা (Sarmin Rima) Bong Hunt-এর একজন সদস্য। বাংলা ভাষা ও সাহিত্যে তিনি স্নাতকোত্তর (M.A)। পড়াশুনা করেছেন সাংবাদিকতা নিয়েও। এছাড়াও বিভিন্ন ডিজিটাল মাধ্যমে তাঁর বিগত ৩ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা রয়েছে। শিক্ষা, চাকরি, সরকারি প্রকল্প সহ বিভিন্ন বিষয়ে লেখায় তিনি সিদ্ধহস্ত।