উচ্চ মাধ্যমিক পাশেই স্টেট ব্যাংকের বিভিন্ন পদে চাকরির সুযোগ! এইভাবে আবেদন করতে হবে
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (এসবিআই) কয়েকশো শূন্য পদের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে কন্ট্রোল রুম অপারেটর, আর্মারার পদে কর্মী নিয়োগ করা হবে। এখানে মোট ১০৭ টি শূন্যপদ রয়েছে। এখানে প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে।এসবিআই ব্যাংকে চাকরি করতে ইচ্ছুক প্রার্থীদের নীচের নিবন্ধটি শেষপর্যন্ত পড়ার অনুরোধ করছি।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিউজ ২০২৩: নিয়োগকারী সংস্থার নাম (SBI Recruitment 2023: Name of the Recruitment Organization)
Central Recruitment & Promotion Department-এর তরফ থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া-তে (এসবিআই) কর্মী নিয়োগ করা হবে।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিউজ ২০২৩: পদের নাম (SBI Recruitment 2023: Name of the Post)
Central Recruitment & Promotion Department-এর তরফ থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া-তে (এসবিআই) কন্ট্রোল রুম অপারেটর, আর্মারার পদে কর্মী নিয়োগ করা হবে।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিউজ ২০২৩: মোট শূন্যপদ (SBI Recruitment 2023: Total Vacancy)
Central Recruitment & Promotion Department-এর তরফ থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া-তে (এসবিআই) কন্ট্রোল রুম অপারেটর, আর্মারার পদের জন্য মোট শূন্যপদ রয়েছে ১০৭ টি।
পদের নাম | শূন্যপদ |
আর্মারার | ১৮টি |
কন্ট্রোল রুম অপারেটর | ৮৯টি |
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিউজ ২০২৩: বয়সসীমা (SBI Recruitment 2023: Age Limit)
Central Recruitment & Promotion Department-এর তরফ থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া-তে (এসবিআই) কন্ট্রোল রুম অপারেটর ও আর্মারার পদের জন্য প্রার্থীর বয়স ০১/০৮/২০২৩ অনুযায়ী ২০ থেকে ৪৫ বছর পর্যন্ত হতে হবে।
পদের নাম | বয়সসীমা |
আর্মারার | ২০ থেকে ৪৫ বছর |
কন্ট্রোল রুম অপারেটর | ২০ থেকে ৩৫ বছর |
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিউজ ২০২৩: বেতন (SBI Recruitment 2023: Salary)
Central Recruitment & Promotion Department-এর তরফ থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া-তে (এসবিআই) কন্ট্রোল রুম অপারেটর ও আর্মারার পদের জন্য প্রার্থীর প্রতিমাসে বেতন ১৭,৯০০ থেকে ৪৭,৯২০ টাকা।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিউজ ২০২৩: আবেদন প্রক্রিয়া (SBI Recruitment 2023: Application Process)
Central Recruitment & Promotion Department-এর তরফ থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া-তে (এসবিআই) কন্ট্রোল রুম অপারেটর ও আর্মারার পদের জন্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
- প্রার্থীদের এসবিআই অফিসিয়াল ওয়েবসাইট https://bank.sbi/careers বা https://www.sbi.co.in/careers-এ উপলব্ধ লিঙ্কের মাধ্যমে অনলাইনে নিবন্ধন করতে হবে।
- প্রার্থীদের প্রথমে তাদের সম্প্রতি ছবি এবং স্বাক্ষর স্ক্যান করতে হবে। অনলাইন আবেদন করার আগে নিবন্ধন করতে হবে,আর নিবন্ধন করতে হলে প্রার্থীকে নিজের ফটো ও সাক্ষর আপলোড করতে হবে।
- প্রার্থীদের সাবধানে আবেদন পূরণ করতে হবে। একবার আবেদন সম্পূর্ণরূপে পূরণ করা হলে, প্রার্থীকে ওই আবেদনপত্রটি জমা দিতে হবে।
- প্রার্থী যখন আবেদন ফর্মটি পূরণ করে তখন সিস্টেম দ্বারা একটি অস্থায়ী নিবন্ধন নম্বর এবং পাসওয়ার্ড তৈরি হয় এবং স্ক্রিনে প্রদর্শিত হয়।
- প্রার্থীকে নোট করতে হবে সেই রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড। তারা রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করে সংরক্ষিত অ্যাপ্লিকেশনটি পুনরায় খুলতে পারে এবং প্রয়োজনে বিবরণ সম্পাদনা করতে পারে।
- সংরক্ষিত তথ্য সম্পাদনা করার এই সুবিধা পাওয়া যাবে মাত্র তিনবার। একবার আবেদন সম্পূর্ণরূপে পূরণ করা হলে, প্রার্থীকে ওই আবেদনপত্রটি জমা দিতে হবে।
- অনলাইনে নিবন্ধন করার পর, প্রার্থীদের অনলাইন আবেদনপত্র তৈরি করা সিস্টেমের একটি প্রিন্টআউট নিয়ে রাখতে পারেন নিজের প্রয়োজন মতো।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিউজ ২০২৩: নির্বাচন প্রক্রিয়া (SBI Recruitment 2023: Selection Process)
Central Recruitment & Promotion Department-এর তরফ থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া-তে (এসবিআই) কন্ট্রোল রুম অপারেটর ও আর্মারার পদে নির্বাচিত হতে হলে প্রার্থীকে দুটি পরীক্ষা দিতে হবে,সেগুলি হল
১) অনলাইন পরীক্ষা
২) ইন্টারভিউ
১) অনলাইন পরীক্ষা:
কন্ট্রোল রুম অপারেটর ও আর্মারার পদের জন্য প্রার্থীকে নির্বাচিত হতে হলে এই অনলাইনের মাধ্যমে পরীক্ষা দিতে হবে। মোট ১০০ নম্বরের পরীক্ষা দিতে হবে।
বিষয়ের নাম | প্রশ্ন সংখ্যা | নম্বর |
General Awareness | ১০ | ২০ |
Quantitative Aptitude | ১০ | ২০ |
Reasoning Ability | ১০ | ২০ |
Professional Knowledge | ২০ | ৪০ |
৫০ | ১০০ |
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিউজ ২০২৩: আবেদন মূল্য (SBI Recruitment 2023: Application Fees)
Central Recruitment & Promotion Department-এর তরফ থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া-তে (এসবিআই) কন্ট্রোল রুম অপারেটর ও আর্মারার পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীকে কোনো আবেদন মূল্য দিতে হবে না।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিউজ ২০২৩: (SBI Recruitment 2023: Job Profile )
Central Recruitment & Promotion Department-এর তরফ থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া-তে (এসবিআই) কন্ট্রোল রুম অপারেটর ও আর্মারার পদের চাকরির বৃত্তান্তগুলি হল।
পদের নাম | চাকরি বৃত্তান্ত |
আর্মারার | ১) শাখা পরিদর্শন করে অস্ত্র ও গোলাবারুদ পরিদর্শন করা। ২) অস্ত্র ও গোলাবারুদ এবং গুলি চালানোর আগে ও পরে পরিদর্শন করা। রেঞ্জে ফায়ারিং অনুশীলনের সময় পরিচ্ছন্নতার তদারকি করা। ৩) অস্ত্র মেরামত ও রক্ষণাবেক্ষণ করা। ৪) রক্ষীদের অস্ত্র ও গোলাবারুদ প্রশিক্ষণ প্রদান করা। ৫) অস্ত্র সংক্রান্ত নিরাপত্তা কার্যক্রমের সাথে সম্পর্কিত অন্য কোনো দায়িত্ব পালন করা। |
কন্ট্রোল রুম অপারেটর | ১) শাখা/অফিসের অস্ত্র ও গোলাবারুদ পরিদর্শন, ছোটখাটো মেরামত করা। ২) অস্ত্র রক্ষণাবেক্ষণ, ব্যাঙ্ক গার্ডদের অস্ত্র ও গোলাবারুদের প্রশিক্ষণ প্রদান করা। ৩) নিরাপত্তা কার্যক্রম/পোস্ট সংক্রান্ত অন্য কোনো দায়িত্ব পালন করা। |
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিউজ ২০২৩: গুরুত্বপূর্ণ নথিপত্র (SBI Recruitment 2023: Important Documents)
Central Recruitment & Promotion Department-এর তরফ থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া-তে (এসবিআই) কন্ট্রোল রুম অপারেটর ও আর্মারার পদের আবেদন করতে হলে যে নথিগুলো আপলোড করতে হবে,সেগুলি হল
১) সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত (পিডিএফ) বা Biodata
২) আইডি প্রুফ (পিডিএফ)
৩) জন্ম তারিখের প্রমাণ (পিডিএফ)
৪) শিক্ষাগত শংসাপত্র: প্রাসঙ্গিক মার্ক-শীট/ সার্টিফিকেট (পিডিএফ)
৫) প্রযুক্তিগত যোগ্যতা সার্টিফিকেট (পিডিএফ)
৬) ডিসচার্জ বুক/পেনশন অর্ডার (পিডিএফ)
৭) সাম্প্রতিক ছবি
৮) স্বাক্ষর
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিউজ ২০২৩: শিক্ষাগত যোগ্যতা (SBI Recruitment 2023: Educational Qualification)
Central Recruitment & Promotion Department-এর তরফ থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া-তে (এসবিআই) কন্ট্রোল রুম অপারেটর ও আর্মারার পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে সেগুলো হল –
১) প্রার্থীকে কোনো স্বীকৃত স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে।
২) প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করতে হবে।
পদের নাম | শিক্ষাগত যোগ্যতা |
আর্মারার | প্রার্থীকে কোনো স্বীকৃত স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। |
কন্ট্রোল রুম অপারেটর | ১) প্রার্থীকে কোনো স্বীকৃত স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। ২) প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করতে হবে। |
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিউজ ২০২৩: টেকনিক্যাল যোগ্যতা (SBI Recruitment 2023: Technical Qualification)
Central Recruitment & Promotion Department-এর তরফ থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া-তে (এসবিআই) আর্মারার পদের জন্য টেকনিক্যাল যোগ্যতাগুলি হল
আর্মারার পদের উপশাখা | যোগ্যতা |
Army | ১) চাকরিতে থাকাকালীন আর্মারার গ্রেড I হতে হবে। ২) আর্মামেন্ট কোর্সে সম্পূর্ণরূপে যোগ্য হতে হবে। ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (ইএমই) ১ম শ্রেণীতে হতে হবে। |
Nevy | গানারি ট্রেড থেকে হতে হবে এবং LDG Q কোর্সে যোগ্য হতে হবে। |
Air Force | ১) ফিটার ট্রেড হতে হবে এবং অস্ত্রে যোগ্য হতে হবে। ২) 1ম শ্রেণীতে ছোট অস্ত্রের উপর ফিটার কোর্স করা থাকতে হবে। |
CAPF/AR | ১) আর্মাউর ট্রেড থেকে হতে হবে এবং বেসিক আর্মারারে যোগ্য হতে হবে। ২) 1ম শ্রেণীতে CAPF/AR দ্বারা পরিচালিত কোর্স করতে হবে। |
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিউজ ২০২৩: মেডিক্যাল যোগ্যতা (SBI Recruitment 2023: Medical Fitness)
Central Recruitment & Promotion Department-এর তরফ থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া-তে (এসবিআই) কন্ট্রোল রুম অপারেটর ও আর্মারার পদের জন্য যে মেডিক্যাল ফিটনেস লাগবে সেগুলি হল
পদের নাম | মেডিক্যাল ফিটনেস |
আর্মারার | শুধুমাত্র মেডিকেল ফিট প্রার্থীরা পদটির জন্য আবেদন করতে পারবেন। Aye-1 বা শেপ-ওয়ান (প্রাক্তন সেনাদের জন্য / প্রাক্তন-সিএপিএফ/এআর) / প্রার্থীদের যুদ্ধ/অপারেশনে আহত/ বীরত্ব পুরষ্কার-নিম্ন চিকিৎসা বিভাগ। তবে, তাদেরও ব্যাঙ্কের ডাক্তার দ্বারা মেডিক্যাল পরীক্ষা করা হবে। |
কন্ট্রোল রুম অপারেটর | শুধুমাত্র মেডিকেল ফিট প্রার্থীরা পদটির জন্য আবেদন করতে পারবেন। Aye-1 বা শেপ-ওয়ান (প্রাক্তন সেনাদের জন্য/ প্রাক্তন-সিএপিএফ/এআর) / যুদ্ধে আহত প্রার্থীরা/অপারেশন/ বীরত্ব পুরস্কার-নিম্ন চিকিৎসা বিভাগ। তবে, তাদেরও ব্যাঙ্কের ডাক্তার দ্বারা মেডিক্যাল পরীক্ষা করা হবে। |
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিউজ ২০২৩: গুরুত্বপূর্ণ তারিখসমূহ (SBI Recruitment 2023: Important Dates)
Central Recruitment & Promotion Department-এর তরফ থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া-তে (এসবিআই) কন্ট্রোল রুম অপারেটর ও আর্মারার পদের জন্য গুরুত্বপূর্ণ তারিখগুলো হল –
- অনলাইনে আবেদনের শুরুর তারিখ: ৬ সেপ্টেম্বর ২০২৩।
- অনলাইনে আবেদনের শেষ তারিখ: ৫ অক্টোবর ২০২৩।
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ)
🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉 | 🔥যুক্ত হন |
Official Notice Link👉 | এখানে দেখুন |
Official Website Link👉 | এখানে দেখুন |
Apply Online👉 | আবেদন করুন |
আরও পড়ুন:
👉 ৪৪,০০০ টাকা বেতনে ইলেকশন কমিশন অফিসে চাকরির সুযোগ, জানুন বিস্তারিত | Election Commission Office Recruitment 2023
👉 উচ্চ মাধ্যমিক পাশে কনস্টেবল পদে নিয়োগ চলছে, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া জেনে নিন (SSC Constable Recruitment 2023)
👉 ২,৪০০ শূন্যপদে রেলে চাকরির সুযোগ, যোগ্যতা, আবেদন পদ্ধতি জেনে নিন | Central Railway Recruitment 2023
👉 মাধ্যমিক পাশে পোস্ট অফিসে গ্রুপ ডি কর্মী নিয়োগ চলছে, শীঘ্রই আবেদন করুন | Post Office Group D Recruitment 2023
👉 পাওয়ারগ্রিডের তরফে নিয়োগ চলছে, এই দিন পর্যন্ত চলবে আবেদন | Powergrid Recruitment 2023